‘নো মানি ফর টেরর...’ সন্ত্রাসবাদের অর্থায়ন প্রতিরোধে তৃতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলন আজ
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
সন্ত্রাসবাদের অর্থায়ন প্রতিরোধে তৃতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলন আজ, শুক্রবার এবং আগামিকাল, শনিবার দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে।
সৌরভ তিওয়ারি, কলকাতা: ‘নো মানি ফর টেরর’- NO MONEY FOR TERROR" সন্ত্রাসবাদের অর্থায়ন প্রতিরোধে তৃতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলন আজ, শুক্রবার এবং আগামিকাল, শনিবার দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে।
গত অক্টোবরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাউন্টার-টেরোরিজম কমিটির বৈঠকের পরপরই, ভারত এই সপ্তাহে নয়াদিল্লিতে 'নো মানি ফর টেরর (NMFT)' থিমযুক্ত সন্ত্রাসবাদের অর্থায়ন প্রতিরোধে তৃতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনের আয়োজন করতে চলেছে।
বিদেশ মন্ত্রকের প্রেস রিলিজ অনুসারে, 'এই সম্মেলনের আয়োজকরা দেখাতে চাই যে মোদি সরকার আন্তর্জাতিক সন্ত্রাসবাদের পাশাপাশি এই হুমকির বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতির প্রতি গুরুত্ব দিচ্ছে।'
advertisement
advertisement
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সহযোগিতা এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের দৃঢ় সংকল্পের পাশাপাশি অর্জনের জন্য তার সমর্থন ব্যবস্থার কথা জানাবেন।

এর আগেও এই সম্মেলন ২০১৮ সালে প্যারিসে এবং ২০১৯ সালে মেলবোর্নে অনুষ্ঠিত হয়েছিল। এ বছর এই সম্মেলন দিল্লিতে দু’দিন ব্যাপী হতে চলেছে।
advertisement
এই সম্মেলনে ৭৫ টি দেশের প্রতিনিধিরা আজ এবং আগামিকাল উপস্থিত থাকবেন।
Reporter: Sourav Tiwari
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 18, 2022 11:02 AM IST