লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা কুণাল ঘোষের !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
প্রসঙ্গত, এই লটারি নিয়ে বিজেপির পক্ষ থেকে লাগাতার আক্রমণ শানানো হয়েছে তৃণমূল কংগ্রেসকে।
আবীর ঘোষাল, হলদিয়া: লটারি কেটে ভাগ্য পরীক্ষা কুণালের। এদিন সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে হলদিয়ায় এক লটারি সংস্থার টিকিট কাটেন কুণাল ঘোষ। প্রসঙ্গত, এই লটারি নিয়ে বিজেপির পক্ষ থেকে লাগাতার আক্রমণ শানানো হয়েছে তৃণমূল কংগ্রেসকে। এদিন অবশ্য কুণাল লটারি বিক্রেতাকে জিজ্ঞাসা করেন, লটারির পুরষ্কার নিয়ে যে অভিযোগ উঠছে তা কতটা সত্যি ? লটারি বিক্রেতা অবশ্য জানিয়েছেন, এমন কিছু সম্পর্কে তারা জানেন না। মানুষ টিকিট কাটতে আসে। তারা বিক্রি করেন। হলদিয়াতে অনেকেই টিকিট কাটেন।

advertisement
তৃণমূল কংগ্রেস নেতাদের অনেকেই এই লটারির টিকিট কেটেছেন ৷ তাদের পুরস্কার পাওয়া নিয়ে রীতিমতো কটাক্ষ করছে বিজেপি শিবির ৷ এমনকী, এই লটারি নিয়ে তদন্তের দাবিও জানিয়েছেন তারা। এরই মধ্যে পূর্ব মেদিনীপুরে গিয়ে লটারি কাটলেন কুণাল। যা রাজনৈতিক ভাবেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই ৷
advertisement
সম্প্রতি তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তর স্ত্রীর লটারিতে এক কোটি টাকা জেতা নিয়েও বিতর্ক ওঠে। লটারিতে এক কোটি টাকা পুরস্কার জেতেন কলকাতার জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তর স্ত্রী। সেই খবর বিজ্ঞাপন দিয়ে প্রকাশ করে লটারি আয়োজক সংস্থা। তারপর থেকেই বিরোধীরা সরব হয়েছেন লটারি ও তৃণমূলের যোগ নিয়ে। কারণ এর আগে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেও লটারিতে জ্যাকপট জেতার অভিযোগ রয়েছে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 18, 2022 10:11 AM IST