লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা কুণাল ঘোষের !

Last Updated:

প্রসঙ্গত, এই লটারি নিয়ে বিজেপির পক্ষ থেকে লাগাতার আক্রমণ শানানো হয়েছে তৃণমূল কংগ্রেসকে।

লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা কুণাল ঘোষের
লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা কুণাল ঘোষের
আবীর ঘোষাল, হলদিয়া: লটারি কেটে ভাগ্য পরীক্ষা কুণালের। এদিন সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে হলদিয়ায় এক লটারি সংস্থার টিকিট কাটেন কুণাল ঘোষ। প্রসঙ্গত, এই লটারি নিয়ে বিজেপির পক্ষ থেকে লাগাতার আক্রমণ শানানো হয়েছে তৃণমূল কংগ্রেসকে। এদিন অবশ্য কুণাল লটারি বিক্রেতাকে জিজ্ঞাসা করেন, লটারির পুরষ্কার নিয়ে যে অভিযোগ উঠছে তা কতটা সত্যি ? লটারি বিক্রেতা অবশ্য জানিয়েছেন, এমন কিছু সম্পর্কে তারা জানেন না। মানুষ টিকিট কাটতে আসে। তারা বিক্রি করেন। হলদিয়াতে অনেকেই টিকিট কাটেন।
advertisement
তৃণমূল কংগ্রেস নেতাদের অনেকেই এই লটারির টিকিট কেটেছেন ৷ তাদের পুরস্কার পাওয়া নিয়ে রীতিমতো কটাক্ষ করছে বিজেপি শিবির ৷ এমনকী, এই লটারি নিয়ে তদন্তের দাবিও জানিয়েছেন তারা। এরই মধ্যে পূর্ব মেদিনীপুরে গিয়ে লটারি কাটলেন কুণাল। যা রাজনৈতিক ভাবেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই ৷
advertisement
সম্প্রতি তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তর স্ত্রীর লটারিতে এক কোটি টাকা জেতা নিয়েও বিতর্ক ওঠে। লটারিতে এক কোটি টাকা পুরস্কার জেতেন কলকাতার জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তর স্ত্রী। সেই খবর বিজ্ঞাপন দিয়ে প্রকাশ করে লটারি আয়োজক সংস্থা। তারপর থেকেই বিরোধীরা সরব হয়েছেন লটারি ও তৃণমূলের যোগ নিয়ে। কারণ এর আগে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেও লটারিতে জ্যাকপট জেতার অভিযোগ রয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা কুণাল ঘোষের !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement