Tripura News: বাংলাদেশিদের ‘না’ ত্রিপুরার হোটেলে, বুকিং নেওয়ার আগে খতিয়ে দেখা হচ্ছে পরিচয়পত্র
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
ভারত সরকার আপাতত ভিসা বন্ধের সিদ্ধান্ত নিলেও, দু'-একজন বাংলাদেশি যদি এদেশে এসে পড়েন সেটা কাজ হোক অথবা চিকিৎসার কারণে, তাহলে তাঁরা কোনওরকম হোটেল পরিষেবা পাবেন না। এমনই সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরার হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন।
আবীর ঘোষাল, আগরতলা: অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে ঘোষণা করা হয়েছে, রাজ্যে আগত বাংলাদেশিদের জন্য বন্ধ করা হল হোটেল পরিষেবা। বাংলাদেশে যেভাবে হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হচ্ছে, হিন্দুদের উপর প্রতিদিন আক্রমণ হচ্ছে, তার জন্য এই পদক্ষেপ। ভারত সরকার আপাতত ভিসা বন্ধের সিদ্ধান্ত নিলেও, দু’-একজন বাংলাদেশি যদি এদেশে এসে পড়েন সেটা কাজ হোক অথবা চিকিৎসার কারণে, তাহলে তাঁরা কোনওরকম হোটেল পরিষেবা পাবেন না। এমনই সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরার হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন।
বাংলাদেশি পর্যটকদের হোটেল পরিষেবায় সাফ ‘না’ ত্রিপুরার হোটেল মালিকদের। এবার ত্রিপুরায় বাংলাদেশি পর্যটকদের হোটেলে ঠাঁই মিলবে না। রেস্তোরাঁতেও বাংলাদেশি পর্যটকদের খাবার পরিবেশন করা হবে না। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ ঘিরে কড়া পদক্ষেপ করলেন ত্রিপুরার হোটেল মালিকরা। ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্তরাঁ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ভাস্কর চক্রবর্তী বলেন, ‘‘সমস্ত হোটেলের ফ্রন্ট ডেস্কে নোটিস ঝুলিয়ে দেওয়া হয়েছে। কোনও বাংলাদেশিকে ত্রিপুরার হোটেলগুলিতে প্রবেশ করতে দেওয়া হবে না। নিরাপত্তাও বাড়ানোর আর্জি জানানো হয়েছে হোটেল-রেস্তোরাঁগুলিতে।’’
advertisement
advertisement
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ভারতীয় যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বাংলাদেশের প্রশাসনকে এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করার আর্জি জানান। তিনি বলেন, ‘‘বাংলাদেশে যা চলছে তা কোনও মতেই মেনে নেওয়া যায় না। ওরা যদি নিজেদের শুধরে না নেয়, তাহলে ফল ভুগতে হবে।’’
advertisement
প্রসঙ্গত আগরতলা শহরের মধ্যেই কার্যত রয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত। আখাউড়া সীমান্ত দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করেন৷ এর মধ্যে একটা বড় অংশ আছেন যারা হাসপাতাল বা চিকিৎসকদের কাছে আসতেন। এদের বেশিরভাগ মানুষ এই সব হোটেলে এসে থাকতেন। কিন্তু হোটেল সংগঠনগুলির বক্তব্য, বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে ৷ তার উপযুক্ত জবাব দিতেই হবে। তাই এই সিদ্ধান্ত তাদের তরফে নেওয়া হয়েছে। বিভিন্ন হোটেলে অবশ্য বুকিং চেয়ে ফোন করা হলেও, তারা পত্রপাঠ তা খারিজ করে দিয়েছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Agartala (incl. Jogendranagar, Pratapgarh, Badharghat),West Tripura,Tripura
First Published :
December 06, 2024 7:37 PM IST