ShivSena: 'কোনও জোট নয় শুধুই ব্যক্তিগত আলোচনা'- রাজ-উদ্ধব সাক্ষাত নিয়ে মন্তব্য সঞ্জয় রাউতের
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
এক সময় মনে হয়েছিল দূরত্ব ঘুচিয়ে কাছাকাছি আসছেন উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে, কিন্তু জোটের সব সম্ভাবনায় জল ঢেলে দিলেন শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত।
মুম্বই: এক সময় মনে হয়েছিল দূরত্ব ঘুচিয়ে কাছাকাছি আসছেন উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে, কিন্তু জোটের সব সম্ভাবনায় জল ঢেলে দিলেন শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত। রবিবার, এই বিষয়ে সাফ জানিয়ে তিনি বলেন শুধুমাত্র ‘আবেগপ্রবণ’ কথাবার্তাই হয়েছে এর সঙ্গে জোটের কোনও সম্পর্ক নেই।
এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে, রাজ্যসভার সাংসদ জানান, রাজ ঠাকরের সঙ্গে জোটের কোনও প্রশ্নই ওঠে না। কারণ, কিছুটা আক্রমণের সুরেই তিনি রাজ ঠাকরেকে আক্রমণ করে বলে মহারাষ্ট্রের শত্রুদের সঙ্গে কোনও আপোষ শিবসেনা করতে পারবে না।
এই প্রসঙ্গে তিনি বলেন, “রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে সম্পর্কে একে অন্যের ভাই। আমরা এক সঙ্গে অনেকদিন আছি। আমাদের সম্পর্ক ভাঙেনি। কিন্তু এর মানে এই নয় যে আমাদের মধ্যে কোনও জোট তৈরি হয়েছে।”
advertisement
advertisement
#WATCH | Mumbai | Shiv Sena (UBT) MP Sanjay Raut says, “… There is no allaince (between MNS and Shiv Sena -UBT) as of now, only emotional talks are going on…”
He says, “Raj Thackeray and Uddhav Thackeray are brothers. We have been together for years. Our relationship has not… pic.twitter.com/KW4V3OnJTL
— ANI (@ANI) April 20, 2025
advertisement
প্রসঙ্গত, এই বছরে ফেব্রুয়ারিতে মুম্বইয়ের অনুষ্ঠানে দুই ভাইকে একসঙ্গে দেখা গিয়েছিল। উদ্ধব ঠাকরের সঙ্গে জড়িয়ে ধরে ছবি তুলেছিলেন রাজ ঠাকরে। এরপর থেকেই দুই দলের কাছে আসা নিয়ে জল্পনা চলছিল সেই আসায় জল ঢাললেন সঞ্জয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 20, 2025 8:40 PM IST