২০২৪-এ ৫০ আসনের নীচে নেমে যাবে বিজেপি! একমাত্র উপায় বাতলে দিলেন নীতীশ কুমার
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
বিজেপিকে নিয়ে ২০২৪-এ লোকসভা নির্বাচনের ভবিষ্যদ্বাণী করলেন নীতীশ।
#নয়াদিল্লি: কিছুদিন আগে পর্যন্ত বিজেপির জোটসঙ্গী ছিলেন নীতীশ কুমার। আর বর্তমানে সেই বিজেপিকে হারাতেই কাজ শুরু করে দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিরোধী শিবিরকে জোটবদ্ধ করতে তৎপরতাও শুরু করে দিলেন নীতীশ কুমার। বিজেপিকে নিয়ে ২০২৪-এ লোকসভা নির্বাচনের ভবিষ্যদ্বাণী করলেন নীতীশ।
শনিবারই জেডিইউয়ের রাজ্য কার্যনির্বাহী বৈঠক শেষে নীতীশ কুমার বলেন, যদি সমস্ত বিরোধী দলগুলি একজোট হয়, তবে আসন্ন লোকসভা নির্বাচনের ফল সম্পূর্ণ আলাদা হবে। বিজেপির আসনসংখ্যা কমে ৫০-এর নীচে দাঁড়াবে। শনিবার জেডিইউয়ের রাজ্য কার্যনির্বাহী কমিটির বৈঠকে লোকসভা নির্বাচনেও বিজেপিকে হারানোর জন্য সুর চড়ালেন নীতীশ কুমার।
আরও পড়ুন: উত্তরাখণ্ডে ফের ভয়াবহ ধস, আটকে বাংলার পর্যটকেরা! মৃত্যু ট্রেকারের
তবে মণিপুরে দলের পরিস্থিতি নিয়ে বেজায় ক্ষুব্ধ নীতীশ কুমার। বিহারের মতোই মণিপুরেও বিজেপির সঙ্গে জেডিইউয়ের জোট ভাঙতেই, শুক্রবার মণিপুরের সাতজন জেডিইউ বিধায়কদের মধ্যে পাঁচজন বিজেপিতে যোগ দেন। বিজেপি নেতা সুশীল মোদির দাবি, 'অরুণাচল প্রদেশের পর এবার মণিপুরও জেডিইউ মুক্ত হয়েছে। এভাবেই একদিন বিহারও নীতীশ কুমারের শাসন থেকে মুক্তি পাবে।'
advertisement
advertisement
अरुणांचल के बाद मणिपुर भी JDU मुक्त ।बहुत जल्द लालूजी बिहार को भी JDU मुक्त कर देंगे ।@ANI @ABPNews @News18India @News18Bihar @ZeeBiharNews
— Sushil Kumar Modi (@SushilModi) September 2, 2022
আরও পড়ুন: তৃণমূলে ফেরা অনেক নেতাই ফের বিজেপিতে? সুকান্তর দাবিতে তোলপাড় বাংলা
আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির পরিস্থিতি নিয়ে ভবিষ্যদ্বাণী করে কীসের ইঙ্গিত দিতে চাইছেন নীতীশ কুমার? তবে কি জোট ভাঙার পর জাতীয় রাজনীতিতে নীতীশের প্রবেশ নিয়ে যে জল্পনা শুরু হয়েছিল, এই মন্তব্য তারই প্রকাশ? প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন কি সত্যিই দেখছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার? উত্তর অবশ্য সময়ের অপেক্ষা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 04, 2022 10:48 AM IST