Nitin Nabin New BJP Working President: পাশে দাঁড়িয়ে নড্ডা এবং শাহ, বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি হিসাবে দায়িত্ব নিলেন নিতিন নবীন

Last Updated:

বর্তমানে বিহারের পিডব্লিউডি মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন নবীন এবং পটনার বাঁকিপুর বিধানসভা কেন্দ্র থেকে ৫ বারের জয়ী বিধায়ক৷

News18
News18
নয়াদিল্লি: জে পি নড্ডা এবং অমিত শাহের উপস্থিতিতে বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন নিতিন নবীন৷ একাধারে বিহারের মন্ত্রী এবং সুসংগঠক এই নেতাকে এদিন উত্তরীয় পরিয়ে সম্মানে কার্যনির্বাহী সভাপতির চেয়ারে বসিয়ে দেন নড্ডা৷ পাশে তখন দাঁড়িয়ে বিজেপির আরেক প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ নড্ডা এবং শাহ ছাড়াও এদিন বিজেপির নয়াদিল্লির কার্যালয়ে উপস্থিত ছিলেন বহু প্রথমসারির নেতা৷
গত রবিবারই নিতিন নবীনকে নতুন দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় বিজেপির সংসদীয় বোর্ড৷ এত বড় দায়িত্ব পেয়ে দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নিতিন নিজে৷ তিনি বলেন, ‘‘আমার মতো একজন সামান্য কর্মীকে এত বড় দায়িত্ব দেওয়া হয়েছে৷ দলের মন্ত্র হচ্ছে দবের জন্য কাজ করে যাও, দল তোমার পরিশ্রম এবং কাজের মর্যাদা একদিন নিশ্চই দেবে৷’’
advertisement
advertisement
বর্তমানে বিহারের পিডব্লিউডি মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন নবীন এবং পটনার বাঁকিপুর বিধানসভা কেন্দ্র থেকে ৫ বারের জয়ী বিধায়ক৷
শুধু তাই নয়, নিতিনের বংশ পরিচয়ও তাঁর এক বিরাট পরিচয়৷ তিনি বিজেপি স্টলওয়ার্ট এবং প্রাক্তন বিধায়ক নবীন কিশোর প্রসাদ সিনহার সুপুত্র৷ বাবার মৃত্যুর পরে উপ নির্বাচনে বিরাট মার্জিনে জিতে ২০০৬ সালে মাত্র ২৬ বছর বয়সে রাজনীতিতে হাতেখড়ি নিতিনের৷
advertisement
দীর্ঘদিন ধরে আরএসএস-এর সঙ্গে যুক্ত৷ দলের অন্দরে সুসংগঠক হিসাবেই তাঁর সুনাম৷ বিহারের মন্ত্রী এবং ছত্তিশগড়ের বিজেপির ইনচার্জ হিসাবে তাঁর কাজ প্রায়শই তাঁর প্রশাসনিক ও সাংগঠনিক দক্ষতার উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়।
advertisement
বর্তমানে নিতিন নবীনের বয়স ৪৫ বছর৷ বিজেপি-র ইতিহাসে অন্যতম তরুণ নেতা হিসেবেই দলের সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নিলে তিনি৷ ওয়াকিবহল মহলের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমেই বুঝিয়ে দেওয়া হল যে প্রশাসনিক এবং সাংগঠনিক অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলের উপরেই জোর দিতে চাইছে বিজেপি শীর্ষ নেতৃত্ব৷
২০০৮ সালে বিজেপি যুবমোর্চার সর্বভারতীয় কার্যনির্বাহী কমিটির একজন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন নিতিন নবীন৷ তার পরে ১৭ বছরে বিজেপি-তে তাঁর উত্থান সত্যিই চমকে দেওয়ার মতো৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Nitin Nabin New BJP Working President: পাশে দাঁড়িয়ে নড্ডা এবং শাহ, বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি হিসাবে দায়িত্ব নিলেন নিতিন নবীন
Next Article
advertisement
CPIM: মহিলাদের কাজ শুধু স্বামীর শয্যাসঙ্গিনী হওয়া! কেরলের সিপিএম নেতার মন্তব্যে নিন্দার ঝড়
মহিলাদের কাজ শুধু স্বামীর শয্যাসঙ্গিনী হওয়া! কেরলের সিপিএম নেতার মন্তব্যে নিন্দার ঝড়
  • কেরলের সিপিআইএম নেতার বিতর্কিত মন্তব্য৷

  • মহিলাদের কাজ শুধু স্বামীদের শয্যাসঙ্গিনী হওয়া, দাবি সিপিএম নেতার৷

  • বিতর্কিত সিপিএম নেতা সৈয়দ আলি মাজিদ৷

VIEW MORE
advertisement
advertisement