Uttarakhand Haridwar City: ভারতের 'সেরা সম্ভাবনাময় জেলা' হরিদ্বার! উন্নয়নে বরাদ্দ অতিরিক্ত ৩ কোটি টাকা

Last Updated:

Haridwar Best Aspirational District in India: হরিদ্বার জেলাটি কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েলের কাছে বরাদ্দ করা হয়েছে।

Haridwar Best Aspirational District in India
Haridwar Best Aspirational District in India
#হরিদ্বার: সেরা সম্ভাবনাময় জেলা উত্তরাখণ্ডের পবিত্র শহর হরিদ্বার। পাঁচটি মাপকাঠির ভিত্তিতে হরিদ্বারকে ‘সেরা সম্ভাবনাময় মর্যাদাপূর্ণ’ জেলা হিসাবে ঘোষণা করেছে NITI আয়োগ। যার ভিত্তিতে অতিরিক্ত তিন কোটি টাকার বরাদ্দও ঘোষণা করা হয়েছে এই জেলার খাতে। উত্তরাখণ্ডের মুখ্য সচিব এসএস সান্ধু এবং হরিদ্বারের জেলা কালেক্টরকে NITI Aayog-এর অ্যাস্পিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রামের পরিচালক রাকেশ রঞ্জন এক চিঠিতে জানিয়েছেন,এই জেলাটি মৌলিক পরিকাঠামো থিমে প্রথম স্থান অর্জন করেছে এবং ৩ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ পাওয়ার অধিকারীও হয়েছে।
“হরিদ্বার জেলাটি কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েলের কাছে বরাদ্দ করা হয়েছে। তিনিই এই জেলাটিকে দেশের এক নম্বর ‘সম্ভাবনাময় মর্যাদাপূর্ণ’ জেলা হিসাবে গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছেন৷ যেহেতু আমরা এক নম্বর জেলা হয়েছি, তাই সম্ভাবনাময় জেলা কর্মসূচির অধীনে পাঁচটি মাপকাঠির ভিত্তিতে আরও উন্নয়নের জন্য আমাদেরকে ৩ কোটি টাকা দেওয়া হয়েছে,” হিন্দুস্তান টাইমসকে বলেন হরিদ্বারের জেলা কালেক্টর বিনয় শঙ্কর পান্ডে।
advertisement
advertisement
“একটি মাপকাঠিতে আমরা অন্য জেলার থেকে পিছিয়ে ছিলাম, তা হল স্বাস্থ্য খাত। আমরা বরাদ্দ হওয়া অর্থ রুরকির উপজেলা হাসপাতাল এবং হরিদ্বার জেলা হাসপাতাল সহ স্বাস্থ্য খাতের উন্নতির জন্য ব্যবহার করব,” বলেন বিনয় শঙ্কর পান্ডে।
advertisement
নীতি আয়োগ প্রোগ্রাম ডিরেক্টর হরিদ্বারের জেলা এবং কেন্দ্রীয় প্রভারি অফিসারদের অভিনন্দনও জানিয়েছেন। এই জেলা প্রকল্পের নিয়ম অনুসারে, জেলাগুলি রাজ্য এবং কেন্দ্রীয় প্রভারি অফিসারদের সঙ্গে পরামর্শ করে একটি কর্মপরিকল্পনা তৈরি করবে এবং প্রকল্পের জন্য গঠিত সচিবদের ক্ষমতাপ্রাপ্ত কমিটির চূড়ান্ত অনুমোদনের জন্য নীতি আয়োগে পাঠাবে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Uttarakhand Haridwar City: ভারতের 'সেরা সম্ভাবনাময় জেলা' হরিদ্বার! উন্নয়নে বরাদ্দ অতিরিক্ত ৩ কোটি টাকা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement