Niti Aayog Meeting: নীতি আয়োগের বৈঠকে যোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, জাতীয় শিক্ষানীতি নিয়ে সওয়ালের সম্ভাবনা
- Published by:Raima Chakraborty
Last Updated:
তৈলবীজ এবং ডাল শস্য-সহ কৃষিপণ্যে দেশকে কীভাবে আত্মনির্ভর করে তোলা যায় তা নিয়ে আলোচনা হবে আজকের নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠকে। (Niti Aayog Meeting)
#নয়াদিল্লি : আজ নীতি আয়োগের পরিচালন পরিষদের সপ্তম বৈঠকে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল দশটায় রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে বৈঠক শুরু হয়েছে। এবারের বৈঠকে জাতীয় শিক্ষানীতি নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর।
তৈলবীজ এবং ডাল শস্য-সহ কৃষিপণ্যে দেশকে কীভাবে আত্মনির্ভর করে তোলা যায় তা নিয়ে আলোচনা হবে আজকের নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠকে। (Niti Aayog Meeting)
পুরসভা এবং পুরনিগমগুলিকে কীভাবে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা যায়, তা নিয়েও আলোচনা হবে আজকের বৈঠকে। সূত্রের খবর, পুরসভা এবং পুরনিগমগুলিকে আর্থিকভাবে স্বাবলম্বী গড়ে তুলতে তাদের হাতে ছেড়ে দেওয়া হতে পারে প্রফেশনাল ট্যাক্স বা পেশাগত কর আদায়ের বিষয়টি। সূত্রের খবর, জাতীয় শিক্ষানীতিতে গৈরিকীকরণের ছাপ স্পষ্ট, সেই অভিযোগ তুলে আজকের বৈঠকে জাতীয় শিক্ষানীতির সমালোচনায় সরব হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ধীরে ধীরে গৈরিকীকরণ করা হচ্ছে বলে অভিযোগ তুলবেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন: জঙ্গলে ঘেরা নবাবহাটে ১০৮ শিব মন্দির গড়েছিলেন মহারানি, এ এক অনন্য ইতিহাস!
প্রসঙ্গত উল্লেখ্য, কোভিড অতিমারির পর এই প্রথম সশরীর বৈঠক হতে চলেছে নীতি আয়োগের পরিচালন সমিতির। গতকাল রাষ্ট্রপতি ভবনে 'আজাদি কা অমৃত মহোৎসব' উদযাপন কমিটির বৈঠকে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগের দিন অর্থাৎ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাজ্যের পাওনা গন্ডা নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। কংগ্রেস এবং সিপিএম সেই সাক্ষাৎকে বোঝাপড়া বলে কটাক্ষ করেছে।
advertisement
আরও পড়ুন: 'বন্দুকবাজ' জওয়ানকে বাগে আনতে শর্ত পালন করতে হয় কলকাতা পুলিশকে, হাড়হিম 'অপারেশন মোজো' অভিযান!
এদিন দিলীপ ঘোষ অবশ্য দাবি করেন, "প্রধানমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা করা নিয়ে আমাদের মনেও প্রশ্ন ওঠে। উনি যখনই বিপদে পড়েন তখনই ছুটে আসেন দিল্লিতে। দেখানোর চেষ্টা করেন সেট করে এলাম।।কিন্তু এবার আর সেই ফর্মুলা কাজ করবে না।" তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দিলীপ ঘোষের কথায়, " মুখ্যমন্ত্রী যেমন তাঁর কথা বলতে পারেন, আমরাও আমাদের কথা জানাব।" তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ পাল্টা বলেছেন, 'জনগণের আশীর্বাদ নিয়ে খেলা আর এজেন্সির ভিত্তিতে দাঁড়িয়ে তড়পানোর মধ্যে পার্থক্য রয়েছে৷ আস্ফালনে বোঝা যাচ্ছে ওনারাই এজেন্সিগুলি চালাচ্ছেন৷ এর পরে দিলীপবাবুরা দেখবেন, পরের পর নির্বাচনে বিজেপি হেরে চলেছে৷'
Location :
First Published :
August 07, 2022 11:14 AM IST