'৮ মাস আগেই GST সংস্কারের নির্দেশ দিয়েছিলেন মোদি'! কিন্তু...একান্ত সাক্ষাৎকারে কী বললেন নির্মলা?
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Finance Minister Nirmala Sitharaman আট মাস আগেই নির্মলা সীতারামনকে জিএসটি সংস্কারের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একান্ত সাক্ষাৎকারে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
আট মাস আগেই নির্মলা সীতারামনকে জিএসটি সংস্কারের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একান্ত সাক্ষাৎকারে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নেটওয়ার্ক18-এর গ্রুপ এডিটর-ইন-চিফ রাহুল জোশিকে দেওয়া সাক্ষাৎকারে নির্মলা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আট মাস আগেই পণ্য ও পরিষেবা কর (জিএসটি) সংস্কারের নির্দেশ দিয়েছিলেন।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে সংস্কারের কথা ঘোষণা করেছিলেন। কিন্তু তারও আগে, প্রায় আট মাস আগে তিনি আমাকে একবার ডেকে নিয়ে জিএসটি-র পুরো কাঠামো—হার, প্রক্রিয়া এবং সাধারণ মানুষের স্বার্থ নিয়ে কীভাবে সহজ করা যায়, সেই বিষয়ে দীর্ঘ আলোচনা করেছিলেন। তিনি আমাকে বলেছিলেন, এ বিষয়ে আমি যেন বিকল্প ভাবি। আমি তাঁকে আশ্বাস দিয়েছিলাম যে আমি প্রস্তাব নিয়ে তাঁর কাছে ফিরব।”
advertisement
advertisement
অর্থমন্ত্রী আরও জানান, বাজেট সেশন চলাকালীনও মোদি তাঁকে বিষয়টি মনে করিয়ে দিয়েছিলেন। পরে এপ্রিলের ঘটনাপ্রবাহ ও ‘অপারেশন সিঁদুর’-এর পরিপ্রেক্ষিতে তিনি আবার এ নিয়ে আলোচনা করেন।
advertisement
#Exclusive | Eight months ago, PM called me and asked how the GST should be revamped. This tax is something which touches life of every citizen so we need to be sensitive. For first time centre came up with a proposal: Finance Minister @nsitharaman#GSTReforms | @18RahulJoshi pic.twitter.com/IGiHUYE9z1
— News18 (@CNNnews18) September 5, 2025
advertisement
সীতারামনের কথায়, “প্রধানমন্ত্রী বলেছিলেন, ব্যবসা সহজ করার এমন এক ব্যবস্থা চাই, যেখানে ছোট ব্যবসায়ীদের আলাদা করে অডিটরের কাছে বসতে হবে না। বাজেটে যেমন মধ্যবিত্ত ও সাধারণ করদাতাদের প্রতি সম্মান দেখানো হয়েছে, জিএসটি সংস্কারেও সেটাই বজায় রাখতে হবে। এই কর প্রতিটি নাগরিকের জীবনের সঙ্গে যুক্ত, তাই সংবেদনশীল হতে হবে।”
advertisement
অর্থমন্ত্রী জানান, এই প্রথমবার কেন্দ্র সরাসরি জিএসটি কাউন্সিলে প্রস্তাব রেখেছে। এর আগে সবসময় গ্রুপ অফ মিনিস্টারস (GoM) এই কাজ করত। ক্ষতিপূরণ সেস বন্ধ করার ক্ষেত্রেও এবার কেন্দ্রই বিস্তৃত প্রস্তাব দেয়।
লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, নতুন সংস্কারে করহার সরলীকরণ করা হবে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসে কর কমানো হবে।
জিএসটি সংস্কার: কী বদলাচ্ছে?
advertisement
advertisement
বাজার বিশেষজ্ঞদের মতে, এ সিদ্ধান্তে এফএমসিজি, স্বাস্থ্যখাত, পরিকাঠামো, ছোট অটো, কৃষি ও নবায়নযোগ্য শক্তি-সংক্রান্ত স্টকগুলোতে ইতিবাচক প্রভাব পড়বে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 05, 2025 7:24 PM IST