Budget allocation for Bihar: সমর্থন দিয়েছিলেন নীতীশ, সুদে আসলে পুষিয়ে দিলেন নির্মলা! বিহারের ঝুলিতে কী কী?

Last Updated:

লোকসভা নির্বাচনের ঠিক আগে শেষ মুহূর্তে ইন্ডিয়া জোট ছেড়ে ফের এনডিএ-তে ফিরেছিলেন নীতীশ৷

সমর্থনের পুরস্কার পেলেন নীতীশ? ছবি- পিটিআই
সমর্থনের পুরস্কার পেলেন নীতীশ? ছবি- পিটিআই
নয়াদিল্লি: দীর্ঘ দিন ধরেই বিহারের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবি করে আসছিলেন নীতীশ কুমার৷ সেই দাবি পূরণ না করলে নীতীশের ফের বেঁকে বসার আশঙ্কা ছিল৷ কেন্দ্রীয় অর্থ নির্মলা সীতারমণ বাজেট পেশ করতে গিয়ে বুঝিয়ে দিলেন, নীতীশকে সন্তুষ্ট করতে চেষ্টার ত্রুটি রাখেননি তিনি৷ বলা ভাল, বিহারের জন্যই বাজেটে কল্পতরু হয়েছেন নির্মলা৷ একের পর এক প্রকল্প ঘোষণা করেছেন বিহারের জন্য৷
নির্মলা সীতারমণ এ দিন ঘোষণা করেন, বিহারে হাইওয়ে নির্মাণে ২৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হল৷ এর পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য বিহার সরকার যে আর্থিক বরাদ্দের অনুরোধ করেছে, তাও দ্রুত খতিয়ে দেখে মঞ্জুর করার আশ্বাস দিয়ে রেখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ শুধু তাই নয়, আগামী
এ দিন বাজেট বক্তৃতার প্রথম দিকেই নির্মলা জানিয়ে দেন, বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ বরাদ্দ করতে চলেছেন তিনি৷ এর পরেই কার্যত দুই রাজ্যের জন্য কার্যত বিহারের জন্য ঝুলি উপুড় করে দেন তিনি৷ হাইওয়ে নির্মাণের জন্য ২৬ হাজার কোটির পাশাপাশি বিহারের বন্যা নিয়ন্ত্রণে আরও সাড়ে ১১ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন নির্মলা৷ শুধু তাই নয়, আগামী পাঁচ বছরে বিহারে বিমানবন্দর, মেডিক্যাল কলেজ সহ বিভিন্ন পরিকাঠামো উন্নয়নে বিপুল বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷
advertisement
advertisement
পাশাপাশি বিহারের জন্য একটি বড় তাপবিদ্যুৎ প্রকল্প, নালন্দাকে পর্যটনকেন্দ্র হিসেবে উন্নত করা, রাজগিরের উষ্ণ প্রসবণের রক্ষণাবেক্ষণে আর্থিক বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছেন অর্থমন্ত্রী৷ বিহার, বাংলা, ঝাড়খণ্ড, ওড়িশার মতো পূর্ব ভারতের রাজ্যগুলির সামগ্রিক পরিকাঠামো উন্নয়নে পূর্বোদয় প্রকল্পেরও ঘোষণা করেছেন নির্মলা৷
advertisement
লোকসভা নির্বাচনের ঠিক আগে শেষ মুহূর্তে ইন্ডিয়া জোট ছেড়ে ফের এনডিএ-তে ফিরেছিলেন নীতীশ৷ লোকসভার ফল বেরোতে দেখা যায়, অন্ধ্র প্রদেশের চন্দ্রবাবু নায়ডুর মতোই বিহারে নীতীশের দল জেডিইউ-কে বাদ দিয়ে সরকার গড়াই মুশকিল হত নরেন্দ্র মোদির৷ তবে কেন্দ্রীয় সরকারে জেডিইউ কোনও বড় মন্ত্রক পায়নি৷ আবার নীতীশের বিশেষ বিহারের জন্য বিশেষ স্বীকৃতির দাবিও মানেনি কেন্দ্র৷ ফলে নীতীশকে খুশি রাখতে নরেন্দ্র মোদি কী করেন, তা নিয়ে জল্পনা বাড়ছিল৷ কারণ দাবি বা শর্তপূরণ না হলে নীতীশ যে বেঁকে বসবেন না, তার নিশ্চয়তা নেই৷ বিরোধীরা বলছেন, নীতীশকে তুষ্ট করতে বাজেটকেই অস্ত্র করলেন প্রধানমন্ত্রী৷
বাংলা খবর/ খবর/দেশ/
Budget allocation for Bihar: সমর্থন দিয়েছিলেন নীতীশ, সুদে আসলে পুষিয়ে দিলেন নির্মলা! বিহারের ঝুলিতে কী কী?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement