Nirbhaya Case: নির্ভয়া কাণ্ডে ৪ দোষীর ফের ফাঁসির তারিখ ও সময় ঘোষণা করল দিল্লির আদালত
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
সোমবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক ধর্মেন্দ্র রানা জানান, নির্ভয়া কাণ্ডে ৪ অপরাধীর ফাঁসি হবে ৩ মার্চ সকাল ৬টায়৷
#নয়াদিল্লি: নির্ভয়া গণধর্ষণ-খুনে ৪ অপরাধীর ফাঁসি হবে ৩ মার্চ৷ ফের মৃত্যু পরোয়ানা জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট৷ এই নিয়ে তৃতীয়বার ৪ গণধর্ষক, খুনির ফাঁসির তারিখ ও সময় জারি করা হল৷ এর আগে দু বারই আইনি জটিলতায় ফাঁসির আদেশ স্থগিত হয়ে যায়৷
সোমবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক ধর্মেন্দ্র রানা জানান, নির্ভয়া কাণ্ডে ৪ অপরাধীর ফাঁসি হবে ৩ মার্চ সকাল ৬টায়৷
Asha Devi, Mother of 2012 Delhi gang-rape victim: I am not very happy as this is the third time that death warrant has been issued. We have struggled so much, so I am satisfied that death warrant has been issued finally. I hope they (convicts) will be executed on 3rd March. https://t.co/lUI3flqwzU pic.twitter.com/gkuYNnGocX
— ANI (@ANI) February 17, 2020
advertisement
advertisement
অন্যদিকে তিহার জেলের ভিতরেই অনশন শুরু করেছে নির্ভয়ার ধর্ষক-খুনি বিনয় শর্মা। সোমবার শুনানির শুরুতেই এ কথা সুপ্রিম কোর্টে জানায় জেল কর্তৃপক্ষ। পরে তার আইনজীবী দাবি করেন, মানসিকভাবে অসুস্থ রয়েছেন বিনয়। এখন ফাঁসির কার্যকর নির্দেশ কার্যকর করা সম্ভব নয়।
সব পক্ষের বক্তব্য শুনে বিচারক রায় দেন, ৩ মার্চ সকাল ৬টাতেই ৪ জনের ফাঁসি হবে৷ ২০১২ সালে দিল্লিতে নির্ভয়ার গণধর্ষক ও খুনে মোট ৫ প্রাপ্তবয়স্ককে দোষী সাব্যস্ত করা হয়৷ এদের মধ্যে রাম সিং আগেি তিহার জেলে আত্মহত্যা করেছে৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 17, 2020 4:31 PM IST