President Murmu: নয় মিনিট বিদ্যুৎহীন অডিটোরিয়াম, অন্ধকারেই সমাবর্তন ভাষণ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

Last Updated:

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন ভাষণে বিদ্যুৎ বিভ্রাট। কিন্তু অবিচলিত ভাবে তিনি বক্তব্য পেশ করেন টানা ৯ মিনিট!

বারিপদা: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন ভাষণের সময় বিদ্যুৎ বিভ্রাট। নিজের রাজ্য উড়িষ্যার এক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানে বক্তব্য রাখার সময় আচমকাই গোটা অডিটোরিয়াম অন্ধকারে ডুবে যায়।
কিন্তু অবিচলিত ভাবে নিজের বক্তব্য পেশ করেন তিনি, এই পরিস্থিতি চলে টানা ৯ মিনিট! রাষ্ট্রপতির ভাষণের সময় যে বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল তা বিবৃততে স্বীকার করে নিয়েছে রাজ্যের তথ্য সম্প্রচার দফতর। রাষ্ট্রপতির সফরের মাঝে এহেন বিদ্যুৎ বিভ্রাটে যথেষ্ট সমালোচিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
advertisement
উড়িষ্যার বারিপদায় মহারাজা শ্রীরাম চন্দ্র ভঞ্জদেও বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে তাঁর বক্তৃতা চলছিল। ১১টা ৫৬ মিনিট নাগাদ অডিটোরিয়ামটি সম্পূর্ণ অন্ধকার হয়ে যায়। বোঝা যায়, বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। কিন্তু তাতেও বক্তৃতা থামাননি রাষ্ট্রপতি। মাইক্রোফোন ঠিক থাকায় তাঁর বক্তব্য শোনা যাচ্ছিল। অডিটোরিয়ামের এসিও চাসু ছিল। ওই অবস্থায় টানা ৯ মিনিট অন্ধকারেই নিজের বক্তব্য পেশ করেন দ্রৌপদী মুর্মু।
advertisement
আরও পড়ুন-  রাস্তাতেই হাজার হাজার মানুষ ঘিরে ধরলেন অভিষেকের গাড়ি, পরের কাণ্ড চমকে দেবে
আর এহেন অমার্জনীয় বিভ্রাটের জন্য যথেষ্ট সমালোচিত হয়েছে বিশ্ববিদ্যালয়  কর্তৃপক্ষ। জেনারেটরের ব্যবস্থা করেও পরিস্থিতি সামলানো যায়নি।  বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগের দায়িত্বে থাকা সংস্থার তরফে ভাস্কর সরকার বলেন, ”অডিটোরিয়ামের বিদ্যুতের সার্কিট থেকেই সমস্যাটা হয়েছিল। ইন্টারনাল কানেকশন কেটে গিয়েছে। এতে আমাদের কিছু করার ছিল না।”
advertisement
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সন্তোষ ত্রিপাঠির বক্তব্য, ”আমরা অত্যন্ত দুঃখিত। এই বিল্ডিংটা নতুন তৈরি হয়েছে এবং বিদ্যুতের কাজ করেছে টাটা পাওয়ার লিমিটেড। ওরা জেনারেটরের ব্যবস্থাও করেছিলেন। গোটা বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।”
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
President Murmu: নয় মিনিট বিদ্যুৎহীন অডিটোরিয়াম, অন্ধকারেই সমাবর্তন ভাষণ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement