#নয়াদিল্লি: মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত ও সদ্য নির্বাচিত ভোপালের সাংসদকে নয়া নির্দেশ দিল জাতীয় তদন্তকারী সংস্থা(NIA) আদালত। সাংসদীয় কাজকর্মের জন্য ৩-৭ জুন মালেগাঁও মামলায় হাজিরা থেকে অব্যাহতির আর্জি জানিয়েছিলেন প্রজ্ঞা, কিন্তু তাঁর সেই আর্জি খারিজ করে দিয়েছে আদালত।
২০০৮ সালে মালেগাঁও বিস্ফোরণে মূল অভিযুক্ত লোকসভা নির্বাচনে কংগ্রেসের দিগ্বীজয় সিংকে হারিয়ে ভোপালের সাংসদ নির্বাচিত হয়েছেন। এই সপ্তাহেই তাঁকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।
প্রজ্ঞা বাদেও বাকি অভিযুক্তদেরও আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে NIA আদালত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malegao Blast 2008, NIA, Pragya Thakur