হায়দরাবাদে ফের IS জঙ্গি সন্দেহে ধৃত ২

Last Updated:

হায়দরাবাদে ফের IS জঙ্গি সন্দেহে ধৃত ২ ৷ ধৃতদের নাম মহঃ আতাউল্লা রহমান ও নৈমাতুল্লা হোসেন ৷ মঙ্গলবার ধৃতদের গ্রেফতার করেছে NIA ৷

#হায়দরাবাদ: আইএস-এর বিরুদ্ধে বড় সাফল্য এনআইএ-র। গোয়েন্দাদের জালে ধরা পড়ল হায়দরাবাদের আইএস মডিউলের চাঁই আতাউল্লা রহমান। গ্রেফতার করা হয়েছে আইএস মডিউলের অর্থ সংগ্রহের দায়িত্বে থাকা ইয়াসির নইমাতুল্লাকেও। দু'জনকেই আট দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে হায়দরাবাদের বিশেষ আদালত।
দু'সপ্তাহ আগেই হায়দরাবাদ থেকে আইএস সেলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এবার হায়দরাবাদে আইএস মডিউলের চাঁইও ধরা পড়ল গোয়েন্দাদের জালে। ধরা পড়েছে আইএস মডিউলের তহবিল সংগ্রহের দায়িত্বে থাকা শীর্ষ নেতাও। মঙ্গলবার দু'ই আইএস জঙ্গিকে গ্রেফতার করে এনআইএ।
ধৃত শীর্ষ আইএস জঙ্গিরা হচ্ছেন মহম্মদ আতাউল্লা রহমান ওরফে বায়াহ ৷ হায়দরাবাদ আইএস মডিউলের চাঁই আতাউল্লা ৷  আইএসে নতুন সদস্যদের নিয়োগের দায়িত্বে ছিল সে ৷
advertisement
advertisement
গ্রেফতার নইমাতুল্লা হুসেন ওরফে আমির ৷ আইএস মডিউলের জন্য অর্থ সংগ্রহের দায়িত্বে ছিল সে ৷  আতাউল্লার পরই জঙ্গি মডিউলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা নইমাতুল্লা ৷
ধৃতদের জেরা করে আরও চাঞ্চল্যকর তথ্য এসেছে গোয়েন্দাদের হাতে। এনআইএ সূত্রে খবর,
আইএস প্রধান আবু বকর আল-বাগদাদির সরাসরি 'রিক্রুট' ছিল আতাউল্লা ৷ আইএস-এর জাল ছড়াতে হায়দরাবাদ জুড়ে প্রচুর বৈঠক করেছে সে ৷  প্রতিটি বৈঠকেই ছিল তার সহযোগী নইমাতুল্লা ৷  আইএস সেলের সদস্য ইব্রাহিম ও ইলিয়াসকে নিয়েও বেশ কয়েকবার বৈঠক করেছে আতাউল্লা ৷
advertisement
ধৃত দুই জঙ্গিকে এদিন পাঁচ দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে হায়দরাবাদের বিশেষ আদালত। আইএস সেলের ধৃত পাঁচ সদস্যকেও এদিন আদালতে তোলা হয়। তাদের মধ্যে ইব্রাহিম ও ইলিয়াসকেও আট দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। বাকি তিনজনকে পাঠানো হয়েছে জেল হেফাজতে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
হায়দরাবাদে ফের IS জঙ্গি সন্দেহে ধৃত ২
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement