News18 Mega Opinion Poll: নিউজ 18 ওপিনিয়ন পোল: তামিলনাড়ুতে এগিয়ে ইন্ডিয়া জোট, তবে ভাল ফল করবে বিজেপি

Last Updated:

News18 Mega Opinion Poll: দক্ষিণের সবচেয়ে বড় রাজ্য তামিলনাড়ুতে অবশ্য হোঁচট খেয়েছে বিজেপি। তবে, অতীতের হিসেবে এবার বিজেপি ৫ আসন পেলে, রীতিমতো ভাল ফল হবে তা গেরুয়া শিবিরের জন্য।

তামিলনাড়ুতে ভাল ফল করবে বিজেপি?
তামিলনাড়ুতে ভাল ফল করবে বিজেপি?
চেন্নাই: লোকসভা ভোটের আগে তামিলনাড়ুতে আসন বোঝাপড়া চূড়ান্ত করে ফেলেছে ডিএমকে এবং কংগ্রেস। গত লোকসভা ভোটের সূত্র মেনে এ বারেও তামিলনাড়ুতে কংগ্রেসকে ৯টি আসন ছেড়েছে ডিএমকে। কিন্তু লোকসভা নির্বাচনের জনমত সমীক্ষার প্রথম ধাপের ফল আসতেই আন্দাজ পাওয়া গেল এ বারের ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফল কী রকম হতে চলেছে৷ বিহার, মধ্য প্রদেশের মতো রাজ্যে একচেটিয়া গেরুয়া রাজত্বের ইঙ্গিত মিলেছে ওপিনিয়ন পোলে। তবে, দক্ষিণের সবচেয়ে বড় রাজ্য তামিলনাড়ুতে অবশ্য হোঁচট খেয়েছে বিজেপি। তবে, অতীতের হিসেবে এবার বিজেপি ৫ আসন পেলে, রীতিমতো ভাল ফল হবে তা গেরুয়া শিবিরের জন্য।
নেটওয়ার্ক 18-এর জনমত সমীক্ষায় দেখা গিয়েছে, তামিলনাড়ুতে ৩৯ আসনের মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে ৩০টি আসন, অপরদিকে, এনডিএ জোট পেতে পারে ৫ আসন। অন্যান্যরা পেতে পারে ৪ আসন। এই ৪ আসনের মধ্যে এডিএমকে পেতে পারে ১ আসন, চার আসন অন্যান্যরা।
advertisement
advertisement
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ভোটে ডিএমকে নেতৃত্বাধীন ন’টি দলের জোটের অন্যতম শরিক ছিল কংগ্রেস। দাক্ষিণাত্যের ওই রাজ্যের ৩৯টি লোকসভা আসনের মধ্যে ৩৮টিতেই জিতেছিল ওই জোট।
বিজেপির তৎকালীন সহযোগী এডিএমকে জিতেছিল একটি আসনে। বছর কয়েক আগেই বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ছেড়েছে এডিএমকে। দলের একমাত্র সাংসদ আর রবীন্দ্রনাথকে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে বহিষ্কার করেছেন এডিএমকে প্রধান ইকে পলানীস্বামী।
বাংলা খবর/ খবর/দেশ/
News18 Mega Opinion Poll: নিউজ 18 ওপিনিয়ন পোল: তামিলনাড়ুতে এগিয়ে ইন্ডিয়া জোট, তবে ভাল ফল করবে বিজেপি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement