News18 Mega Opinion Poll: তেলঙ্গানায় জোর টক্করে কংগ্রেস-বিজেপি! ৮ NDA, ইন্ডিয়ার 'হাতে' ৬

Last Updated:

News18 Mega Opinion Poll: নিউজ ১৮-এর জনমত সমীক্ষায় দাবি করা হয়েছে, তেলঙ্গানায় এবার ১৭ টি লোকসভা আসনে ৮টি এনডিএ, ৬টি ইন্ডিয়া ও ৩টি আসন অন্যান্য পাবে। অন্যান্যদের মধ্যে বিআরএস ২টি ও আইমিম ১টি আসন পাবে।

তেলঙ্গানায় শেষ হাসি কার?
তেলঙ্গানায় শেষ হাসি কার?
নয়াদিল্লি: সামনেই লোকসভা নির্বাচন ২০২৪। তার আগে নিউজ ১৮-এর জনমত সমীক্ষায় দাবি করা হয়েছে, তেলঙ্গানায় এবার ১৭ টি লোকসভা আসনে ৮টি এনডিএ, ৬টি ইন্ডিয়া ও ৩টি আসন অন্যান্য পাবে। অন্যান্যদের মধ্যে বিআরএস ২টি ও আইমিম ১টি আসন পাবে। ভোট শেয়ার এনডিও ২৮, ইন্ডিয়া ৩৪ ও অন্যান্য ৩৮ শতাংশ।
তেলেঙ্গনায় লোকসভা নির্বাচনে কংগ্রেসেরই আধিপত্য রয়েছে বলে মনে করা হচ্ছিল। কিন্তু এবারের ভোটে তা হাড্ডাহাড্ডি হতে চলেছে ইন্ডিয়া ও এনডিএ-র মধ্যে। অন্যদিকে কর্নাটকে খেলার ঘোরার সম্ভাবনা। সেখানে ‘হাত’ শিবিরকে পরাজিত করতে পারে বিজেপি। তেলঙ্গনাতেও শক্তি দেখাবে কংগ্রেস, ঠিক যেমনটা বিধানসভা নির্বাচনে ফলাফল করেছে তেমনই রেজাল্ট আশা করা হচ্ছে। ২০১৯ সালের ৩২ শতাংশের তুলনায় এবার কংগ্রেস প্রায় ৪৩ শতাংশ আসন পাবে বলে আশা করা হচ্ছে। একই সময়ে, বিজেপির ভোট শেয়ার ২০১৯ সালে ৫১.৭৫ শতাংশের তুলনায় ৩৬ শতাংশে নেমে যাওয়ার আশা করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: উত্তর প্রদেশ-বিহার সহ একাধিক রাজ্যে প্রবল গেরুয়া ঝড়, কী বলছে নিউজ ১৮ জনমত সমীক্ষা?
গত ডিসেম্বর বিধানসভা নির্বাচনে ভারতের তেলেঙ্গনা রাজ্যের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেস নেতা রেবন্ত রেড্ডি। অন্ধ্র প্রদেশ ভেঙে তেলেঙ্গনা রাজ্য গঠিত হওয়ার পর কে চন্দ্রশেখর রাও এই রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হন। কংগ্রেসত্যাগী ওই নেতা টানা দশ বছর সেই পদে ছিলেন। তাঁকে সরিয়ে রেবন্ত হয়েছেন রাজ্যের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। দাক্ষিণাত্যের দ্বিতীয় রাজ্যে কংগ্রেসের ক্ষমতায় আসার মাহেন্দ্রক্ষণে উপস্থিত ছিলেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কা গান্ধি।
advertisement
advertisement
তেলেঙ্গনা লোকসভা নির্বাচনের ফলাফল ২০১৯-এর হাইলাইটস–
তেলেঙ্গনার ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস, এখন বিআরএস) পেদ্দাপাল্লে, জাহিরাবাদ, মেদক, চেভেল্লা, মাহবুবনগর, নাগারকুরনুল, ওয়ারাঙ্গল, মাহাবুবাবাদ এবং খাম্মাম কেন্দ্রে জয়লাভ করেছে। কংগ্রেস নেতা নালমাদা উত্তম কুমার রেড্ডি ২০১৯ লোকসভা নির্বাচনে নালগোন্ডা কেন্দ্রে 25,682 ভোটের ব্যবধানে টিআরএস প্রার্থী ভেমিরেড্ডি নরসিমা রেড্ডিকে পরাজিত করে জিতেছেন। কংগ্রেস নেতা কোমাটি রেড্ডি ভেঙ্কট রেড্ডি 2019 সালের লোকসভা নির্বাচনে 5,219 ভোটের ব্যবধানে টিআরএস প্রার্থী ডঃ বুরা নারসাইয়া গৌড়কে পরাজিত করে ভঙ্গীর আসনে জয়ী হয়েছেন।
advertisement
বিজেপি নেতা জি কিষাণ রেড্ডি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সেকেন্দ্রাবাদ কেন্দ্রে ৬২১১৪ ভোটের ব্যবধানে টিআরএস প্রার্থী তালাসানি সাই কিরণ যাদবকে পরাজিত করে জিতেছেন। বিজেপি প্রার্থী অরবিন্দ ধর্মপুরী ২০১৯ লোকসভা নির্বাচনে নিজামবাদ কেন্দ্রে টিআরএস প্রার্থী এবং কেসিআর-এর কন্যা কালভাকুন্তলা কবিতাকে ৭০৮৭৫ ভোটের ব্যবধানে পরাজিত করে জিতেছেন। এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে হায়দ্রাবাদ কেন্দ্রে বিজেপি প্রার্থী ডঃ ভগবন্ত রাওকে ২.৮২১৮৬ ভোটের ব্যবধানে পরাজিত করে জিতেছেন। টিআরএস নেতা কোথা প্রভাকর রেড্ডি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মেদক কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অনিল কুমার গালিকে ৩.১৬.৪২৭ ভোটের ব্যবধানে পরাজিত করে জিতেছেন।
advertisement
কংগ্রেস নেতা অনুমুলা রেভান্থ রেড্ডি ১০৯১৯ ভোটের ব্যবধানে টিআরএস প্রার্থী রাজাশেকর রেড্ডি মারিকে পরাজিত করে ২০১৯ লোকসভা নির্বাচনে মালকাজগিরি আসনে জয়ী হয়েছেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে টিআরএস প্রার্থী পথুগান্তি রামুলু ১.৮৯৭৪৮ ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী ডাঃ মাল্লু রবিকে পরাজিত করে নাগারকর্নুল কেন্দ্রে জয়ী হয়েছেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে টিআরএস প্রার্থী কবিতা মালোথু ১.৪৬.৬৬৩ ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী বলরাম নায়েক পরিকাকে পরাজিত করে মাহাবুবাবাদ আসনে জয়ী হয়েছেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে TRS প্রার্থী নামা নাগেশ্বর রাও ১,৬৮.০৬২ ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী রেণুকা চৌধুরীকে পরাজিত করে খাম্মাম আসনে জয়ী হয়েছেন।
advertisement
টিআরএস প্রার্থী দয়াকর পাসুনুরি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ওয়ারাঙ্গল আসনে ৩.৫০.২৯৮ ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী দোমতি সাম্বাইয়াকে পরাজিত করে জিতেছেন। টিআরএস প্রার্থী মান্নে শ্রীনিবাস রেড্ডি ২০১৯ লোকসভা নির্বাচনে মাহবুবনগর কেন্দ্রে বিজেপি প্রার্থী ডি কে অরুনাকে ৭৭.৮২৯ ভোটের ব্যবধানে পরাজিত করে জিতেছেন। টিআরএস প্রার্থী ডাঃ জি রঞ্জিত রেড্ডি ২০১৯ লোকসভা নির্বাচনে চেভেল্লা কেন্দ্রে বিজেপি প্রার্থী কোন্ডা বিশ্বেশ্বর রেড্ডিকে ১৪,৩১৭ ভোটের ব্যবধানে পরাজিত করে জিতেছেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে টিআরএস প্রার্থী বিবি পাটিল কংগ্রেস প্রার্থী মদন মোহন রাওকে ৬.২২৯ ভোটের ব্যবধানে পরাজিত করে জহিরাবাদ কেন্দ্রে জয়ী হয়েছেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে TRS প্রার্থী ভেঙ্কটেশ নেথা বোরলাকুন্তা ৯৫১৮০ ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী আগম চন্দ্রশেখরকে পরাজিত করে পেদ্দাপাল্লে আসনে জয়ী হয়েছেন। বিজেপি প্রার্থী সোয়ম বাপু রাও ২০১৯ লোকসভা নির্বাচনে আদিলাবাদ কেন্দ্রে ৫৮.৫৬০ ভোটের ব্যবধানে টিআরএস প্রার্থী গোদাম নাগেশকে পরাজিত করে জিতেছেন।
বাংলা খবর/ খবর/দেশ/
News18 Mega Opinion Poll: তেলঙ্গানায় জোর টক্করে কংগ্রেস-বিজেপি! ৮ NDA, ইন্ডিয়ার 'হাতে' ৬
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement