News18 Mega Opinion Poll: কী হতে চলেছে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, হিমাচলের ফল? পূর্বাভাস জনমত সমীক্ষায়

Last Updated:

News18 Mega Opinion Poll : পঞ্জাবে ইন্ডিয়া জোট না হলেও তার সুবিধা নিতে ব্যর্থ হবে এনডিএ৷ অন্তত সেরকমই ইঙ্গিত দেওয়া হল নিউজ ১৮-এর জনমত সমীক্ষায়৷

নয়াদিল্লি: রাজধানী দিল্লিতে গেরুয়া ঝড়ের অপেক্ষা৷ দিল্লির সাতটি লোকসভা আসনের মধ্যে সাতটিতেই বিজেপি জয়ী হতে চলেছে বলে নিউজ ১৮-এর জনমত সমীক্ষায় দাবি করা হল৷ দিল্লিতে ৫৫ শতাংশের বেশি ভোট পেতে পারে এনডিএ৷ দিল্লিতে ক্ষমতায় থাকলেও আপ খাতা খুলতে পারবে না বলেই সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে৷ একই অবস্থা হতে পারে কংগ্রেসেরও৷
অন্যদিকে, পঞ্জাবে ইন্ডিয়া জোট না হলেও তার সুবিধা নিতে ব্যর্থ হবে এনডিএ৷ অন্তত সেরকমই ইঙ্গিত দেওয়া হল নিউজ ১৮-এর জনমত সমীক্ষায়৷ যদিও পঞ্জাবে ব্যর্থ হলেও হরিয়ানা, হিমাচল প্রদেশে কংগ্রেস সহ ইন্ডিয়া জোটকে ধরাশায়ী করতে চলেছে ইন্ডিয়া৷ সেরকমই পূর্বাভাস উঠে এসেছে ভোটের আগে এই মেগা সমীক্ষায়৷
advertisement
advertisement
নিউজ ১৮ ওপিনিয়ন পোলের ইঙ্গিত, হরিয়ানার ১০টি আসনের সবকটিই আসতে চলেছে এনডিএ-এর দখলে৷ হরিয়ানায় ইন্ডিয়া জোট খাতাই খুলতে পারবে না বলে ইঙ্গিত দেওয়া হয়েছে সমীক্ষায়৷
পঞ্জাবে অবশ্য ১৩টি আসনের মধ্যে কংগ্রেস একাই ৭টিতে জয়ী হতে পারে৷ এনডিএ দখল করতে পারে তিনটি আসন৷ পঞ্জাবে ক্ষমতায় থাকলেও আপ জয়ী হতে পারে একটি আসনে৷ দুটি আসন দখল করতে পারে শিরোমণি অকালি দল৷
advertisement
হরিয়ানার মতো হিমাচল প্রদেশেও কংগ্রেসকে সম্ভবত ধাক্কা দিতে চলেছে বিজেপি৷ সেখানে কংগ্রেস ক্ষমতায় থাকলেও রাজ্যের চারটি লোকসভা আসনই এনডিএ-এর দখলে যেতে পারে বলে জনমত সমীক্ষায় দাবি করা হচ্ছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
News18 Mega Opinion Poll: কী হতে চলেছে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, হিমাচলের ফল? পূর্বাভাস জনমত সমীক্ষায়
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement