হোম /খবর /দেশ /
Exclusive: পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতি শাসন?NEWS18-এ শাহের মন্তব্যে জোর জল্পনা

#AmitShahToNews18: পশ্চিমবঙ্গে কি জারি হবে রাষ্ট্রপতি শাসন? NEWS18-এ যা বললেন অমিত শাহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে যেখানে যাবেন, আগে থেকে সেখানে রেইকি করবে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় এজেন্সিগুলি৷ আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরেও নজর রাখার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে যেখানে যাবেন, আগে থেকে সেখানে রেইকি করবে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় এজেন্সিগুলি৷ আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরেও নজর রাখার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে৷

সামনে বিধানসভা ভোট। তার আগে, NEWS18 এক্সক্লুসিভ সাক্ষাৎকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এডিটর-ইন-চিফ রাহুল জোশীকে অমিত শাহ যা বললেন, তাতে জোর জল্পনা, পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে?

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে কি জারি হতে চলেছে রাষ্ট্রপতি শাসন? News18-এ এক্সক্লুসিভ ইন্টারভিউতে অমিত শাহের মন্তব্যে জল্পনা জোরাল। পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে এর আগেও দাবি উঠেছে ৷ তবে সম্প্রতি বিজেপি নেতা-কর্মীদের খুন থেকে একাধিক ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়াতে রাষ্ট্রপতি শাসন জারির দাবি তুলেছেন বাংলার বিজেপি নেতারা ৷

কৈলাস বিজয়বর্গী থেকে বাবুল সুপ্রিয়, সম্প্রতি সকলেই রাজ্যের সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে রাষ্ট্রপতি শাসন জারির পক্ষে সওয়াল করে আসছেন ৷ শনিবার Network18-এর এডিটর ইন চিফ রাহুল যোশীর সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাত্‍কার পর্বে সেই প্রসঙ্গ উঠতেই স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলার বর্তমান পরিস্থিতিতে বিজেপি নেতাদের রাজ্যে রাষ্ট্রপতি শাসনের এই দাবি সঙ্গত ৷

একইসঙ্গে যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'রাষ্ট্রপতি শাসন কোনও রাজনৈতিক দলের নেতার দাবি মতো হয় না ৷ ভারতীয় সংবিধানে যে নিয়মের কথা বলা হয়েছে, সেই নিয়ম মেনেই একমাত্র রাষ্ট্রপতি শাসন জারি করা হয় ৷ কোথাও রাষ্ট্রপতি শাসন জারি করতে গেলে আগে রাজ্যপালের রিপোর্ট দেখতে হবে ৷ সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে হবে, তারপর রাষ্ট্রপতি শাসন জারি ৷'

যদিও এদিনের সাক্ষাৎকারে দলীয় নেতাদের সুরেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সুর চড়িয়েছেন শাহ। করোনা মোকাবিলায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি ৷ স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, করোনা পরিস্থিতিতে বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে সমস্যার সঙ্গে লড়ার চেষ্টা করছিলেন তা ঠিক ছিল না ৷ সরকার পর্যাপ্ত উপায় নেয়নি বলে মত শাহের ৷ ঘূর্ণিঝড় আমফান পরিস্থিতি মোকাবিলা নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷ বলেন, আমফানের জন্য যা সাহায্য পাঠানো হয়েছিল তা নিয়ে চরম দুর্নীতি হয়েছে ৷ যাদের প্রয়োজন তাদের কাছে না পৌঁছে ভুল হাতে চলে গিয়েছে ৷ ত্রাণ বিতরণে হাজার হাজার দুর্নীতির অভিযোগ মিলেছে বলে ক্ষোভ প্রকাশ করেন অমিত শাহ ৷

এখানেই শেষ নয়, তৃণমূল সরকারকে নিশানা করে শাহ বলেন, ‘বাংলায় প্রত্যেক জেলায় শুধু বোমা তৈরির কারখানা তৈরি হয়েছে ৷ ওখানে দুর্নীতি চরমে ৷ গোটা রাজ্যে পরিস্থিতি সাংঘাতিক খারাপ ৷ যেভাবে বিপক্ষের নেতা-কর্মীদের হত্যা করা হচ্ছে, অন্য কোথাও এমন ঘটনা ঘটে না ৷ তবু আমরা নিজেদের লড়াই থেকে পিছনে হটব না এবং ভোটে জয়ী হব ৷’

বছর গড়ালেই বিধানসভা ভোট। প্রায় সব ইস্যুতেই এখন তৃণমূল ও বিজেপির মুখোমুখি লড়াই। এরই মাঝে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে অমিত শাহের মন্তব্যে শুরু হল জোর জল্পনা । জোড়া ফুল-পদ্মফুলের তরজাও তুঙ্গে।

Published by:Elina Datta
First published:

Tags: Amit Shah, Amit Shah To News18