এবার ১৮-র নতুন ভোট, উৎসাহী নতুন ভোটাররা
Last Updated:
#রায়গঞ্জ: আঠেরো বছর বয়সের নেই ভয়। পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা। সেই আঠেরোয় পা দিয়ে আঠেরোতেই ভোট দেবেন ওঁরা। উত্তর দিনাজপুরে এবার আঠেরোই এপ্রিল ভোট। দিন গুনছেন নতুন ভোটাররা।
অন্যবার বাবা-মা ভোট দিতে যেতেন। ওরা দেখত। ভাবত, একদিন আমিও যাব.. আঙুলে কালি লাগাব... সেসব ছোটবেলার শেষে এসেছে আঠেরো। বড়বেলার প্রথম ধাপ। তাই এবার ভোট দেওয়ার পালা... দেশের সরকার বাছাইয়ে মতামত নেওয়া হবে তাঁরও। মনে আলাদা ভাললাগা... অনেক দাবি.. অনেক আশা..উত্তর দিনাজপুরের আঠেরোদের এবার ভোটও আঠেরোয়। বুথে যাওয়ার আগে কী বলছেন তাঁরা?
advertisement
ভোটাররা নতুন....... তাই ভোটটাও নতুন। লোকসভা ভোট দিয়েই ভোটদানে হাতেখড়ি। আঠেরোর জন্য তাই মুিখয়ে আছেন উত্তর দিনাজপুরের আঠেরোরা।
advertisement
Location :
First Published :
March 20, 2019 8:52 PM IST