আম্মার গদিতে বসেই প্রতিশ্রুতি পালন শুরু পালানিস্বামীর, বন্ধ মদের দোকান

Last Updated:

বহু টানাপোড়নের পর অবশেষে ‘আম্মা’ জয়ললিতার তকতে বসে শুরু পালানিস্বামীর তামিল শাসন ৷

#চেন্নাই: বহু টানাপোড়নের পর অবশেষে ‘আম্মা’ জয়ললিতার তকতে বসে শুরু পালানিস্বামীর তামিল শাসন ৷ আস্থাভোটে জেতার পর প্রথমেই তামিলবাসীকে আম্মার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে কঠোর সিদ্ধান্ত নিলেন নয়া মুখ্যমন্ত্রী পালানিস্বামী ৷ সোমবার রাজ্যের প্রায় পাঁচশোর বেশি মদের দোকান বন্ধ করার নির্দেশ জারি করেছেন তিনি ৷
২০১৬-এ বিধানসভা ভোটের আগে প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতা প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় ফিরে এলে ৫০০ মদের দোকান বন্ধ করে দেবেন তিনি ৷ পর্যায়ক্রমে রাজ্যে মদ নিষিদ্ধ করারও ইচ্ছা প্রকাশ করেছিলেন আম্মা ৷ এর আগে জয়ললিতা ক্ষমতায় এসেই স্বয়ং ৫০০ টি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছিলেন ৷ আম্মার পদক্ষেপ অনুসরণ করে সেই একই কাজ করলেন চিনাম্মা মনোনীত পালানিস্বামী ৷
advertisement
শুধু মদের দোকান বন্ধই নয়, আম্মার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বেকার ও মাতৃত্বকালীন ভাতা বাতা বাড়ানোর কথা ঘোষণা করেছেন পালানিস্বামী ৷ নয়া মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, মাতৃত্বকালীন ভাতা ১৬ হাজার থেকে বাড়িয়ে ১৮ হাজার এবং দশম শ্রেণী উত্তীর্ণ বেকার যুবকদের মাসিক ভাতা ১৫০ টাকা থেকে বেড়ে দাঁড়াল ৩০০ টাকা, দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ বেকারদের ভাতা ২০০ টাকা থেকে বেড়ে ৪০০ টাকা এবং স্নাতকোত্তর বেকারদের মাসিক ভাতা ৩০০ টাকার বদলে বেড়ে দাঁড়াল ৬০০টাকা ৷
advertisement
advertisement
জয়ললিতার প্রস্তাবিত টু হুইলার স্কিম আম্মার নামেই ঘোষণা করে পালানিস্বামী বলেন, মহিলারা এই প্রকল্পের অধীনে স্কুটার কিনলে মোট দামের ৫০ শতাংশ ভর্তুকি দেবে সরকার ৷ এর জন্য মোট ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য ৷
এছাড়াও মৎসজীবীদের জন্যেও একটি কল্যাণমূলক বিল সাক্ষর করেন মুখ্যমন্ত্রী পালানিস্বামী ৷ মৎসজীবীদের আবাসন তৈরি করে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আম্মা জয়ললিতা, তার জন্য ৮৫ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আম্মার গদিতে বসেই প্রতিশ্রুতি পালন শুরু পালানিস্বামীর, বন্ধ মদের দোকান
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement