বিদেশী যাত্রীদের ভারতে প্রবেশের নিয়ম বদল, করতে হবে না কোভিড টিকার ফর্ম পূরণ

Last Updated:

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে এই তথ্য

#নয়াদিল্লি: আন্তর্জাতিক যাত্রীদের ভারতে প্রবেশের সময় স্ব-প্রত্যায়িত একটি ফর্ম জমা করার নিয়ম জারি করা হয়েছিল কোভিড কালে৷ সেখানে টিকার বিস্তারিত তথ্য দিয়ে ফর্ম জমা করতে হত৷ সেটি এয়ার সুবিধা পোর্টালে আপলোড করতে হত৷ এ বার থেকে আর সেই কাজ করতে হবে না৷ সেল্ফ ডিক্লারেশন বা স্ব-প্রত্যায়িত ফর্ম ছাড়াও এ বার ভারতে প্রবেশ করা যাবে৷ সোমবার মধ্যরাত থেকেই এই নিয়ম কার্যকর করা হবে৷
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, আন্তর্জাতিক ক্ষেত্রে করোনা সংক্রমণের হার দ্রুত কমতে থাকায় ও করোনা টিকাকরণের বিস্তার ঘেটেছে বিশ্বে ও ভারতে৷ সেই কারণে ভারতে আগত বিদেশ ফেরত যাত্রীদের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক৷
advertisement
advertisement
আরও পড়ুন: 'পাগলে কী না বলে!' মদনের বক্তব্যে ক্ষুব্ধ ফিরহাদ, পাল্টা জবাব কামরাহাটির বিধায়কের
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যে নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে স্পষ্ট দেখা যাচ্ছে, এয়ার সুবিধা পোর্টালে এ বার থেকে সেল্ফ ডিক্লারেশন জমা দেওয়া বাধ্যতামূলক থাকছে না৷ বিদেশ থেকে আগতদের ক্ষেত্রে তা আগে বাধ্যতামূলক ছিল৷ তবে নির্দেশে বলা হয়েছে, কোভিড পরিস্থিতি যদি কোনও কারণে বদলায় তা হলে এই নির্দেশও বদল করা হতে পারে৷
advertisement
এয়ার সুবিধা পোর্টালে এর আগে নিজের কোভিড টিকাকরণের বিস্তারিত তথ্য দেওয়া বাধ্যতামূলক ছিল৷ কোভিড কালের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা নিয়ে সতর্ক প্রশাসন এই নির্দেশ দিয়েছিল৷
বেশিরভাগ দেশেই এই নিয়ম চালু করা হয়েছিল৷ তবে মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, আগত যাত্রীরা দু’টি টিকা নিয়ে এলেই ভাল৷ সরকার চায়, যাঁরা আসছেন, তাঁরা যেন টিকার কোর্স পূর্ণ করেই আসেন৷
বাংলা খবর/ খবর/দেশ/
বিদেশী যাত্রীদের ভারতে প্রবেশের নিয়ম বদল, করতে হবে না কোভিড টিকার ফর্ম পূরণ
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement