CCTV Cameras: রাস্তায় সিসিটিভি বসানোর ক্ষেত্রে বিশ্বের সব শহরকে পিছনে ফেলে তালিকায় শীর্ষে ভারতের এই শহর !

Last Updated:

Highest CCTV Cameras in Public Places: বিশ্বের মোট ১৫০টা শহরে এই সমীক্ষা চালানো হয়েছিল ৷ সেখানে ফলাফল যা পাওয়া গিয়েছে, তাতে দিল্লিই তালিকায় এক নম্বরে রয়েছে ৷

নয়াদিল্লি: সিসিটিভি ক্যামেরা বসানোর কাজে বিশ্বের বাকি সব শহরকেই পিছনে ফেলে দিল দিল্লি ৷ Forbes-এর প্রকাশিত তালিকা অনুযায়ী প্রতি বর্গ মাইলে সিসিটিভি (CCTV) ইনস্টল করার ক্ষেত্রে দিল্লিই (New Delhi) সবার শীর্ষে রয়েছে ৷ বিশ্বের মোট ১৫০টা শহরে এই সমীক্ষা চালানো হয়েছিল ৷ সেখানে ফলাফল যা পাওয়া গিয়েছে, তাতে দিল্লিই তালিকায় এক নম্বরে রয়েছে ৷ ফোর্বসের ডেটা অনুযায়ী দিল্লিতে প্রতি বর্গ মাইলে ১৮২৬.৬টি ক্যামরা রয়েছে ৷ শুধু দিল্লিই নয়, সিসিটিভি বসানোর ক্ষেত্রে র‍্যাঙ্ক তালিকায় প্রথম দশে রয়েছে ভারতের আরেক শহর চেন্নাইও ৷ প্রতি বর্গ মাইলে ৬০৯.৯ ক্যামেরা বসিয়ে তালিকায় তিন নম্বরে রয়েছে তামিলনাডুর এই শহর ৷
শহরে সিসিটিভি ইনস্টল করার ক্ষেত্রে এর আগে চিনের শহরগুলিই এগিয়ে থাকত ৷ কিন্তু এ বছর তাদের টেক্কা দিল দিল্লি ৷ চিনের শহরগুলির মধ্যে Shenzhen (৫২০.১), Wuxi (৪৭২.৭), Qingdao (৪১৫.৮), Shanghai (৪০৮.৫) শহরগুলিতে সবচেয়ে বেশি সিসিটিভি ক্যামেরা বসানো রয়েছে ৷ সেক্ষেত্রে তাদের সবার থেকে অনেকটাই এগিয়ে দিল্লি ৷ পাশাপাশি এ ব্যাপারে দিল্লি পিছনে ফেলেছে লন্ডন (১,১৩৮.৫), সিঙ্গাপুর (৩৮৭.৬), নিউ ইয়র্ক (১৯৩.৭) এবং মস্কো (২১০)-কে ৷
advertisement
advertisement
এই রেজাল্ট বেরনোর পর স্বভাবতই খুশি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ৷ তিনি জানান, ‘‘ খুবই গর্ব হচ্ছে ৷ শহরে প্রতি বর্গ মাইলে সিসিটিভি বসানোর ক্ষেত্রে দিল্লি এগিয়ে রয়েছে সাংহাই, নিউ ইয়র্ক এবং লন্ডনের মতো বিশ্বের সেরা সব শহরগুলির থেকে ৷’’ পাশাপাশি ভবিষ্যতে আরও বেশি সিসিটিভি ক্যামেরা বসানোর কথাও জানিয়েছেন কেজরিওয়াল ৷
advertisement
এদিকে বুধবার আচমকাই বন্ধ হয়ে যায কলকাতার একাধিক সিসিটিভি ক্যামেরা। কলকাতা পুলিশ সূত্রে খবর, বুধবার সকাল থেকে বিকল হয়ে যায় শহরের প্রায় ১,২০০টি সিসিটিভি ক্যামেরা। লালবাজারের কয়েকটি সিসিটিভি ক্যামেরাও বিকল বিগড়ে গিয়েছে বলে একটি মহল দাবি করা হয়েছে। একসঙ্গে এতগুলি সিসিটিভি বিগড়ে যাওয়ার কারণটা কী, তা নিয়েও বিভিন্ন তথ্য উঠে আসছে। তবে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কোনওরকম সাইবার হানার ঘটনা ঘটেনি।
বাংলা খবর/ খবর/দেশ/
CCTV Cameras: রাস্তায় সিসিটিভি বসানোর ক্ষেত্রে বিশ্বের সব শহরকে পিছনে ফেলে তালিকায় শীর্ষে ভারতের এই শহর !
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement