উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে দ্বারা উন্নত চিকিৎসা ব্যবস্থা!
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
কর্মচারী ও যাত্রীদের সুবিধা প্রধান লক্ষ্য
কলকাতা: রেলওয়ে কর্মচারী এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা প্রদানব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে নিজের অধিক্ষেত্র জুড়ে চিকিৎসা পরিকাঠামোউন্নত করতে এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে উৎসাহিত করতে একাধিকগুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে।
এই প্রচেষ্টার অংশ হিসেবে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে, মালিগাঁওয়েরসেন্ট্রাল হাসপাতালে একটি স্টিম স্টেরিলাইজার অটোক্লেভ মেশিন এবংএকটি অত্যাধুনিক ল্যাসোট্রনিক্স লেজার ডায়োড সিস্টেমসহ উন্নত চিকিৎসাসামগ্রী স্থাপন করা হয়েছে। এই আধুনিক সরঞ্জামগুলো সংক্রমণ নিয়ন্ত্রণব্যবস্থাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে, অস্ত্রোপচারের নির্ভুলতাবাড়াবে এবং রোগীদের জন্য নিরাপদ, দ্রুত ও আরও কার্যকর চিকিৎসানিশ্চিত করবে, যার ফলে সামগ্রিকভাবে রোগীর সেবার মান উন্নত হবে।
advertisement
হাসপাতালের আন্তঃগাঠনিক আরও উন্নত করার লক্ষ্যে, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব সম্প্রতি ঊর্ধ্বতনরেল আধিকারিকদের উপস্থিতিতে মালিগাঁও সেন্ট্রাল হাসপাতালেরনবনির্মত মেল সার্জিক্যাল ওয়ার্ডের উদ্বোধন করেছেন। উন্নত মানদণ্ডের এই ওয়ার্ডটিতে উন্নততর পরিকাঠামো এবং রোগী-কেন্দ্রিক সুযোগ-সুবিধা রয়েছে, যা রোগীদের জন্য আরও বেশি আরাম এবং উন্নত মানের চিকিৎসা নিশ্চিত করবে।
advertisement
প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং সামাজিক কল্যাণে সুস্থতার উপর গুরুত্বারোপ করে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে তার সমগ্র ডিভিশনে ১২৬ টি বহুমুখী স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছে। এই শিবিরগুলোতে ব্যাপক চিকিৎসা পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতনতামূলক কর্মসূচি প্রদান করা হয়, যা রেলওয়ের কর্মচারী, তাদের পরিবার এবং স্থানীয় জন সাধারণকে উপকৃত করার পাশাপাশি রোগ নির্ণয় ও স্বাস্থ্যকর জীবনধারা প্রচারে সহায়তা করে।
advertisement
এই পদক্ষেপগুলোর পাশাপাশি, আলিপুরদুয়ার ডিভিশন ফুড সেফটি অ্যান্ড অথরিটি অব ইন্ডিয়া (এফএসএসআই) থেকে ১০টি ‘ইটরাইট’ স্টেশন এবং ক্যাম্পাস সার্টিফিকেট পাওয়ার গৌরবময় স্বীকৃতি অর্জন করেছে। এই স্বীকৃতি রেল স্টেশন ও ক্যাম্পাসে খাদ্য সুরক্ষা, স্বাস্থ্যবিধি এবংপুষ্টিগত উৎকর্ষের প্রতি ডিভিশনের দৃঢ় প্রতিশ্রুতির ওপর জোর দেয়।
উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, সামগ্রিকভাবে, এই পদক্ষেপগুলো স্বাস্থ্যসেবার উৎকর্ষ, কর্মচারী কল্যাণএবং জনসেবার প্রতি উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সামগ্রিক ও জনমুখীদৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে, যা সুরক্ষা, নির্ভরযোগ্য এবং সহানুভূতিশীল রেল পরিষেবা পরিচালনার প্রতি তাদের অঙ্গীকারকে পুনঃনিশ্চিত করে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 30, 2026 12:33 PM IST









