India Replies to Donald Trump: রাশিয়া থেকে তেল কিনে যুদ্ধে মদত, ট্রাম্পের অভিযোগের জবাব দিয়ে কী বলল ভারত?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ভারত রাশিয়ার থেকে তেল কেনায় যে মার্কিন প্রেসিডেন্ট খুবই হতাশ, তা স্পষ্ট করে দিয়েছিলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও৷
ভারতীয় পণ্যের উপরে ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ তুলেছিলেন, রাশিয়ার থেকে কেন তেল কিনছে ভারত? ট্রাম্পের অভিযোগ ছিল, তেল কিনে আসলে রাশিয়াকে ইউক্রেনে যুদ্ধ করার টাকা জোগাতে সাহায্য করছে ভারত৷
রাশিয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্টের এই অভিযোগের এবার জবাব দিল ভারত৷ বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার বলেন, জ্বালানির চাহিদা মেটানোর জন্য আমরা বিশ্বের বাজারের কী পরিস্থিতি, সেই অনুযায়ী পদক্ষেপ করি৷
ভারত রাশিয়ার থেকে তেল কেনায় যে মার্কিন প্রেসিডেন্ট খুবই হতাশ, তা স্পষ্ট করে দিয়েছিলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও৷ তিনি বলেন, ভারত থেকে রাশিয়ার তেল কেনার বিষয়টি ভারত-আমেরিকা সম্পর্কের পক্ষে খুবই বিরক্তিকর পর্যায়ে চলে যাচ্ছে৷ মার্কিন বিদেশসচিব আরও অভিযোগ করেন, রাশিয়া ছাড়াও বিশ্বের আরও বহু দেশের থেকে তেল কেনার সুযোগ থাকলেও ভারত কিনছে না৷ বরং রাশিয়ার থেকে তেল কিনে তাঁদের যুদ্ধের খরচ জোগাতে সাহায্য করছে, সেই কারণেই মার্কিন প্রেসিডেন্ট আরও হতাশ৷
advertisement
advertisement
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেন, বছরের প্রথম ছ মাসেই ভারতের মোট জ্বালানি চাহিদার ৩৫ শতাংশই জোগান দিয়েছে রাশিয়া৷ অবিলম্বে রাশিয়ার বদলে অন্য কোনও দেশের থেকে যাতে ভারত তেল কেনে, সেই দাবিও তোলেন ডোনাল্ড ট্রাম্প৷
এ দিন অবশ্য ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেছেন, ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি সামলেও অটুট থেকেছে৷ তিনি বলেন, আমাদের দুই দেশ নির্দিষ্ট কিছু অ্যাজেন্ডা নিয়ে কাজ করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও আমরা আশাবাদী৷
advertisement
গত ফেব্রুয়ারি মাসেই মার্কিন সফরে গিয়ে আমেরিকার থেকে আরও বেশি করে তেল এবং গ্যাস কেনার প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ যদিও ভারতের যা জ্বালানির চাহিদা, তাতে আমেরিকার একার পক্ষে তার পুরোটা কেন, অধিকাংশ পরিমাণে জোগান দেওয়াও সম্ভব নয়৷ এখনও ভারত সবথেকে বেশি তেল কেনে ইরাক, সৌদি আরব এবং রাশিয়ার থেকে৷
advertisement
২০২২ সালের পর ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে রাশিয়ার থেকে তেল কেনার উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা সহ পশ্চিমের একাধিক দেশ৷ সেই সময় রাশিয়ার থেকে সবথেকে বেশি পরিমাণে তেল কিনত যে দেশগুলি, তার মধ্যে অন্যতম ভারত৷ অন্যান্য দেশের চাহিদা কমে যাওয়ায়, সেই সময় তেলের দামে মোটা টাকা ছাড়ও দিচ্ছিল রাশিয়া৷
অন্যদিকে ভারতকে চাপে ফেলতে পাকিস্তানের সঙ্গে নতুন চুক্তি করেছে আমেরিকা৷ এই চুক্তির ফলে পাকিস্তানের তৈল ভাণ্ডারকে আরও উন্নত এবং উৎপাদন বাড়ানোয় সাহায্য করবে আমেরিকা৷ এই চুক্তির অন্যতম উদ্দেশ্য, ভারতকে আমেরিকার থেকে আরও বেশি পরিমাণে তেল কিনতে বাধ্য করা৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 01, 2025 6:49 PM IST