India Replies to Donald Trump: রাশিয়া থেকে তেল কিনে যুদ্ধে মদত, ট্রাম্পের অভিযোগের জবাব দিয়ে কী বলল ভারত?

Last Updated:

ভারত রাশিয়ার থেকে তেল কেনায় যে মার্কিন প্রেসিডেন্ট খুবই হতাশ, তা স্পষ্ট করে দিয়েছিলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও৷

রাশিয়া থেকে তেল কেনা নিয়ে মুখ খুললেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল৷
রাশিয়া থেকে তেল কেনা নিয়ে মুখ খুললেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল৷
ভারতীয় পণ্যের উপরে ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ তুলেছিলেন, রাশিয়ার থেকে কেন তেল কিনছে ভারত? ট্রাম্পের অভিযোগ ছিল, তেল কিনে আসলে রাশিয়াকে ইউক্রেনে যুদ্ধ করার টাকা জোগাতে সাহায্য করছে ভারত৷
রাশিয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্টের এই অভিযোগের এবার জবাব দিল ভারত৷ বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার বলেন, জ্বালানির চাহিদা মেটানোর জন্য আমরা বিশ্বের বাজারের কী পরিস্থিতি, সেই অনুযায়ী পদক্ষেপ করি৷
ভারত রাশিয়ার থেকে তেল কেনায় যে মার্কিন প্রেসিডেন্ট খুবই হতাশ, তা স্পষ্ট করে দিয়েছিলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও৷ তিনি বলেন, ভারত থেকে রাশিয়ার তেল কেনার বিষয়টি ভারত-আমেরিকা সম্পর্কের পক্ষে খুবই বিরক্তিকর পর্যায়ে চলে যাচ্ছে৷ মার্কিন বিদেশসচিব আরও অভিযোগ করেন, রাশিয়া ছাড়াও বিশ্বের আরও বহু দেশের থেকে তেল কেনার সুযোগ থাকলেও ভারত কিনছে না৷ বরং রাশিয়ার থেকে তেল কিনে তাঁদের যুদ্ধের খরচ জোগাতে সাহায্য করছে, সেই কারণেই মার্কিন প্রেসিডেন্ট আরও হতাশ৷
advertisement
advertisement
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেন, বছরের প্রথম ছ মাসেই ভারতের মোট জ্বালানি চাহিদার ৩৫ শতাংশই জোগান দিয়েছে রাশিয়া৷ অবিলম্বে রাশিয়ার বদলে অন্য কোনও দেশের থেকে যাতে ভারত তেল কেনে, সেই দাবিও তোলেন ডোনাল্ড ট্রাম্প৷
এ দিন অবশ্য ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেছেন, ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি সামলেও অটুট থেকেছে৷ তিনি বলেন, আমাদের দুই দেশ নির্দিষ্ট কিছু অ্যাজেন্ডা নিয়ে কাজ করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও আমরা আশাবাদী৷
advertisement
গত ফেব্রুয়ারি মাসেই মার্কিন সফরে গিয়ে আমেরিকার থেকে আরও বেশি করে তেল এবং গ্যাস কেনার প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ যদিও ভারতের যা জ্বালানির চাহিদা, তাতে আমেরিকার একার পক্ষে তার পুরোটা কেন, অধিকাংশ পরিমাণে জোগান দেওয়াও সম্ভব নয়৷ এখনও ভারত সবথেকে বেশি তেল কেনে ইরাক, সৌদি আরব এবং রাশিয়ার থেকে৷
advertisement
২০২২ সালের পর ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে রাশিয়ার থেকে তেল কেনার উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা সহ পশ্চিমের একাধিক দেশ৷ সেই সময় রাশিয়ার থেকে সবথেকে বেশি পরিমাণে তেল কিনত যে দেশগুলি, তার মধ্যে অন্যতম ভারত৷ অন্যান্য দেশের চাহিদা কমে যাওয়ায়, সেই সময় তেলের দামে মোটা টাকা ছাড়ও দিচ্ছিল রাশিয়া৷
অন্যদিকে ভারতকে চাপে ফেলতে পাকিস্তানের সঙ্গে নতুন চুক্তি করেছে আমেরিকা৷ এই চুক্তির ফলে পাকিস্তানের তৈল ভাণ্ডারকে আরও উন্নত এবং উৎপাদন বাড়ানোয় সাহায্য করবে আমেরিকা৷ এই চুক্তির অন্যতম উদ্দেশ্য, ভারতকে আমেরিকার থেকে আরও বেশি পরিমাণে তেল কিনতে বাধ্য করা৷
বাংলা খবর/ খবর/দেশ/
India Replies to Donald Trump: রাশিয়া থেকে তেল কিনে যুদ্ধে মদত, ট্রাম্পের অভিযোগের জবাব দিয়ে কী বলল ভারত?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement