কংগ্রেসের ইতিহাস বদল! শশী থারুরকে হারিয়ে কংগ্রেসের নয়া সভাপতি মল্লিকার্জুন খাড়গে
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
নির্বাচনে লড়েছিলেন শশী থারুর এবং মল্লিকার্জুন খাড়গে৷
#নয়াদিল্লি: শশী থারুরকে হারিয়ে কংগ্রেসের নয়া সভাপতি মল্লিকার্জুন খাড়গে৷ ভোট ৯৩১৫, যার মধ্যে শশী থারুর পেয়েছেন মাত্র ১০৭২ ভোট, ফলে বড় ব্যবধানে জিতে খাড়্গেই নতুন কংগ্রেস সভাপতি৷
২৪ বছর পর গান্ধি পরিবারের বাইরে কেউ কংগ্রেসের সভাপতি হলেন। কংগ্রেসের ১৩৭ বছরের ইতিহাসে এই নিয়ে ষষ্ঠবার সভাপতি নির্বাচন। এর আগে ২০১৭ সালে রাহুল গান্ধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তবে গত চার বছরে সারা দেশে কংগ্রেসের দৈন্য দশা আরও প্রকট হয়েছে। বলা চলে, অস্তিত্ব সংকটে ভুগছে দেশের অন্যতম রাজনৈতিক দল।
advertisement
কংগ্রেস সভাপতি নির্বাচনের ফল ঘোষণার আগেই সভাপতি পদপ্রার্থী শশী থারুর নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে চিঠি লেখেন দলের নির্বাচন কমিটির চেয়ারম্যান মধুসূদন মিস্ত্রিকে। নির্বাচন প্রক্রিয়ায় প্রচুর বেনিয়মের অভিযোগ তুলে দলের নির্বাচনী আধিকারিকদের কাছে চিঠি দেওয়া হয়েছে।বেনিয়মের অভিযোগ উড়িয়ে দিয়েছে খাড়গে এবং তাঁর শিবির। তাঁদের দাবি, সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতেই নির্বাচন হয়েছে৷
advertisement
advertisement
কংগ্রেসের বর্তমান পরিস্থিতি বিচার করে সোমবারের সভাপতি নির্বাচনের এই ফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আড়াই দশক পর গান্ধী পরিবারের বাইরে কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। এর আগে সীতারাম কেশরী ছিলেন গান্ধি পরিবারের বাইরেরসভাপতি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 19, 2022 1:53 PM IST