Union Budget 2021| ৫ বছরের মধ্যেই হৃষিকেশ-করণপ্রয়াগের ব্রডগেজ রেললাইন, বরাদ্দ ৫০০০ কোটি

Last Updated:

টানেল নির্মাণকারী সংস্থা Larsen & Toubro সোমবার জানিয়েছে, উত্তরাখণ্ডের এই ব্রডগেজ রেললাইন প্রকল্পের জন্য রেল বিকাশ নিগম লিমিটেড ইতিমধ্যেই ৫০০০ কোটি টাকা বরাদ্দ করেছে।

#হৃষিকেশ: হৃষিকেশ-করণপ্রয়াগের ব্রডগেজ রেললাইনের নির্মাণের কাজ শেষ হবে  আগামী পাঁচ বছরের মধ্যে। প্রায় ৫০০০ কোটি টাকার এই প্রকল্প রুপায়ণে হিমালয়ান রেঞ্জে টানেল বোরিং মেশিন বা TBM ব্যবহার করা হবে।  রেল লাইন নির্মাণকারী সংস্থা  L&T জানিয়েছে, যে টানেল বোরিং মেশিন দিয়ে সুরঙ্গ নির্মাণের কাজ করা হবে, তা হিমালয়ের কোলে ব্যবহৃত মেশিনগুলির মধ্যে সর্ববৃহৎ।
টানেল নির্মাণকারী সংস্থা Larsen & Toubro সোমবার জানিয়েছে, উত্তরাখণ্ডের এই ব্রডগেজ রেললাইন প্রকল্পের জন্য রেল বিকাশ নিগম লিমিটেড ইতিমধ্যেই ৫০০০ কোটি টাকা বরাদ্দ করেছে। হৃষিকেশ-করণপ্রয়াগের ব্রড গেজ লাইন তৈরির জন্য ইতিমধ্যেই ব্যাপক অঙ্কের কাঁচামালের অর্ডার দিয়েছে নির্মাণকারী সংস্থা।  তবে প্রকল্পের জন্য ঠিক কত কোটি টাকা ব্যয় হতে পারে, তা স্পষ্ট করেনি সংস্থা। RVNL-র এই প্রকল্পে রয়েছে, পাহাড়ের কোলে সুরঙ্গ তৈরি, সুরঙ্গকে রেললাইন পাতার উপযোগী করে তোলা এবং শ্যাফট তৈরি-সহ লাইনপাতা পর্যন্ত। টানেল নির্মাণকারী সংস্থা তাঁদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই গোটা প্রকল্প নির্মাণের জন্য ৬০ মাসের সময়সীমা বরাদ্দ করা হয়েছে।
advertisement
নির্মাণকারী সংস্থার তরফে জানান হয়েছে,  হৃষিকেশ-করণপ্রয়াগের যে অংশ দিয়ে রেল লাইন নির্মাণের প্রকল্প গৃহীত হয়েছে, তা মোটেই সহজসাধ্য নয়। সেটি তীর্থক্ষেত্রের মধ্যে হওয়ার পরেও যাতায়াতের ক্ষেত্রে অতি দুর্গম। ফলে কাজটি সম্পন্ন যথেষ্ট চ্যালেঞ্জের।
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
Union Budget 2021| ৫ বছরের মধ্যেই হৃষিকেশ-করণপ্রয়াগের ব্রডগেজ রেললাইন, বরাদ্দ ৫০০০ কোটি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement