#নয়াদিল্লি : কয়েক ঘন্টা আগেই নয়া সেনা প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল এমএম নারাভানে আর তারমধ্যেই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানকে কড়া ভাষায় হঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি৷ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন , ‘সন্ত্রাসের যে মূল উৎগুলি সেগুলিতে আঘাত করাই আমাদের প্রাথমিক লক্ষ্য ৷ ’
তিনি আরও বলেন , পাকিস্তানের দ্বারা বা তাদের সাহায্যে হওয়া যেকোনও সন্ত্রাসের সঙ্গে লড়াই করার জন্য ভারত প্রস্তুত ৷ বিপিন রাওয়াতের উত্তরসূরী হিসেবে সেনাপ্রধানের দায়িত্ব পেলেন নারাভানে ৷ যেকোনও সময়ে যে আতঙ্কই আসুক তার মোকাবিলা করার জন্য ভারত তৈরি আছে বলে জানিয়েছেন নয়া সেনাপ্রধান ৷ তিনি জানিয়েছেন ভারতীয় সেনা নিজেদের উচ্চ মান তৈরি করেছে তা বজায় রাখতে কোনও কসুর করবে না ৷
মঙ্গলবার সকালেই নয়া পদে অভিষিক্ত হন মনোজ মুকুন্দ নারাভানে ৷ সেপ্টেম্বরে তিনি ভারতীয় সেনা ভাইস চিফ পদে আসীন হয়েছিলেন ৷ এর আগে তিনি তিনি ইস্টার্ন কম্যান্ডের মাথায় ছিলেন ৷ চিনের সঙ্গে ভারতের যে প্রায় ৪০০০ কিলোমিটার লম্বা সীমান্ত আছে সেই সেনাবাহিনীর মাথা ছিলেন তিনি ৷
তিনি বলেছেন, ‘স্পনসর হওয়া সন্ত্রাসের বিরুদ্ধে আমরা পরিবর্তিত স্ট্র্যাটেজি তৈরি করেছি ৷ যদি পাকিস্তান নিজেদের রাষ্ট্র থেকে মদতপুষ্ট সন্ত্রাস বন্ধ না করে তাহলে আমরা ওদের জঙ্গি ঘাঁটিতে আঘাত হানার অধিকার পেয়ে যাই ৷ ’
#WATCH Army Chief General MM Naravane: Our neighbour is trying to use terrorism as tool of state policy, as a way of carrying out proxy war against us. While maintaining deniability. However, this state can't last long, as they say you can't fool all the people, all the time. pic.twitter.com/mQEsh8CbaJ
— ANI (@ANI) December 31, 2019
তিনি আরও বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশকে ভাবনা চিন্তা করলে দেখা যায় ওরা সন্ত্রাসবাদকে রাষ্ট্রের নীতি হিসেবেই ব্যবহার করছে ৷ এটা গীর্ঘদিন ধরে চলতে পারে না ৷ আমাদের বিরুদ্ধে এ যেন এক প্রকারের ছায়া যুদ্ধ ৷ ’ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন সন্ত্রাসবাদ সারা বিশ্ব জুড়ে বড় ভয়ের কারণ ৷ এই সন্ত্রাসবাদের একটা প্রান্তে ভারত সবসময়েই প্রাপ্তির দিকে দাঁড়িয়ে আছে ৷
তাঁর দাবি , ‘এখন গোটা বিশ্ব পাশাপাশি সন্ত্রাসের শিকার হওয়া দেশগুলি বুঝতে শিখেছে যে এটা আমাদের জন্য কতবড় ভয়ের বিষয় ৷ ’
আরও দেখুননিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Army Chief, MM Naravane, Pakistan, এমএম নারাভানে, পাকিস্তান, সেনা প্রধান