বয়স ভাঁড়িয়ে ক্রিকেট খেলার অপরাধে দু বছরের জন্য নির্বাসিত হলেন ভারতীয় দলের ক্রিকেটার ৷ Photo- File
2/ 4
২০১৮ -র অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে দারুণ শতরান করে নজর কেড়েছিলেন তিনি ৷ রাহুল দ্রাবিড়ের ছেলেরা বিশ্ব জয় করে এসেছিল ৷ আর নাম করেছিলেন মনজোৎ কালরা ৷ ফাইনালে তাঁর ইনিংস ভারতকে কাপ জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছিল ৷ Photo- File
3/ 4
মনজোৎ কালরা বয়স ভাঁড়ানোর জন্য মিথ্যা ডকুমেন্ট জমা দিয়েছেন ৷ তাই ডিডিসিএ তাঁকে বয়সভিত্তিক ক্রিকেট থেকে নির্বাসিত করেছে ৷ এবার স্ক্যানারের নিচে রয়েছেন কেকেআর ক্রিকেটার নীতিশ রানা ৷ এই ক্রিকেটারও বয়স ভাঁড়িয়েছেন বলে অভিযোগ রয়েছে ৷ Photo- File
4/ 4
শিভম মাভিও আছেন এই তালিকায় ৷ তাঁরও বয়সের ডকুমেন্ট নিয়ে প্রশ্ন উঠেছে ৷ Photo- File