Negative Blood Group: নেগেটিভ গ্রুপের রক্ত আপনারও? 'বিশেষ' রক্ত সংরক্ষণে এবার দেওয়া হচ্ছে 'বিশেষ' জোর! জানুন
- Published by:Sanjukta Sarkar
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Negative Blood Group: ব্লাড ব্যাঙ্কে নেগেটিভ গ্রুপের রক্ত নিয়ে প্রায়ই সঙ্কট দেখা দেয়। তাই এবার নেগেটিভ গ্রুপের রক্ত সংরক্ষণে বিশেষ গুরুত্বারোপ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার। জনগণের সার্বিক কল্যাণে নিরন্তর কাজ করে যাচ্ছে বর্তমান রাজ্য সরকার।
কলকাতা: ব্লাড ব্যাঙ্কে নেগেটিভ গ্রুপের রক্ত নিয়ে প্রায়ই সঙ্কট দেখা দেয়। তাই এবার নেগেটিভ গ্রূপের রক্ত সংরক্ষণে বিশেষ গুরুত্বারোপ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার। জনগণের সার্বিক কল্যাণে নিরন্তর কাজ করে যাচ্ছে বর্তমান রাজ্য সরকার। স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামোর মানোন্নয়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করে একাধিক গুরুত্বের কথা মনে করালেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, “জনসাধারণের সার্বিক কল্যাণে নিরন্তর কাজ করে যাচ্ছে বর্তমান রাজ্য সরকার। সরকারের এই উন্নয়নমূলক কাজে সামিল হতে হবে ক্লাব-সহ অন্যান্য সামাজিক সংস্থাগুলিকে। এর পাশাপাশি নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে এগিয়ে আসতে হবে প্রত্যেক ক্লাবকে।”
advertisement
advertisement
আগরতলার কৃষ্ণনগরস্থিত নাইন বুলেটস ক্লাবের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরের উদ্বোধন করে এমনটা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সাহা বলেন, “রক্তের বিকল্প কিছু নেই। প্রতিটি ব্লাড ব্যাঙ্কে ও রক্তদান শিবিরে পজিটিভ রক্তের গ্রুপের তুলনায় নেগেটিভ রক্তের গ্রুপের সংখ্যা কম। তাই নেগেটিভ রক্তের মজুত রাখা খুবই জরুরি। রক্তদান শিবির আয়োজনের মাধ্যমে রক্তদানে মানুষকে আরও বেশি উদ্বুদ্ধ করা যায়। রক্তের প্রয়োজনীয়তা অনুভব করে রক্ত সঞ্চালন কমিটি গঠন করেছে সরকার। এর পাশাপাশি রক্তের চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা প্রয়োজন।”
advertisement
এছাড়াও মানিক সাহা বলেন, “নাইন বুলেটস ক্লাব একটি ফুটবল ক্লাব হিসাবে পরিচিত। সেই সঙ্গে ক্লাবটি বিভিন্ন সামাজিক কাজকর্মে নিয়োজিত রয়েছে। তারা বস্ত্রদান থেকে শুরু করে দরিদ্রদের সহায়তা এবং আরও বিভিন্নভাবে মানুষকে সাহায্য করে। কোভিডের সময়ও মানুষকে বিভিন্নভাবে সহায়তা করেছিল তারা। আর এই ক্লাবের সভাপতি ও সেক্রেটারি মহিলা হওয়ায় আমি খুশি। কারণ আমাদের সরকারও নারীদের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। মহিলাদের ক্ষমতায়নের জন্য কাজ করছে সরকার। সেই সঙ্গে সরকার সমাজের উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করছে।”
advertisement
রক্তদানের মতো উদ্যোগ একটি মহৎ উদ্যোগ সমাজে স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে স্বাস্থ্য পরিকাঠামো জোরদার করার ব্যাপারে বিশেষ উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই নর্থ ইস্ট কাউন্সিলের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে। সব মিলিয়ে ব্লাড ব্যাঙ্ক তৈরিতেও জোর দেওয়া হচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 30, 2024 10:56 AM IST