Kerala Landslides :‘‘এখানে বিপর্যয় ঘটে গিয়েছে’’ ভূমিধসের খবর দেন নিথু জোজো, বাঁচা হল না তাঁরও

Last Updated:

৩০ জুলাই, ভোর রাতে তাঁর ফোন থেকেই জরুরি পরিষেবাগুলোর কাছে সাহায্য়ের জন্য় প্রথম ফোন যায়৷ তিনি জানান কীভাবে ধসের ফলে গাড়ি গুলো ভেসে যাচ্ছে৷ আতঙ্কিত গলায় তিনি জানান, তাঁর বাড়িতেও জল ঢুকে গিয়েছে৷

কেরলে প্রথম ভূমিধসের খবর জরুরি পরিষেবাকে জানায়  নিথু জোজো (File photo/PTI)
কেরলে প্রথম ভূমিধসের খবর জরুরি পরিষেবাকে জানায় নিথু জোজো (File photo/PTI)
ওয়ানাড: বিপর্যস্ত কেরলের মর্মান্তিক অবস্থায় সারা দেশ শিউড়ে উঠেছে৷ মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গিয়েছে৷ সরকারি সুত্রে জানানো হয়েছে, আরও প্রায় তিনশো জন মানুষ নিঁখোজ৷
স্থানীয় পুলিশ, ভারতীয় সেনা সকলে মিলে উদ্ধার কার্যে সাহায্য করেছে৷ কিন্তু যিনি প্রথম এই দুর্ঘটনার কথা জানালেন, সেই নিথু জোজো ধসের করাল গ্রাসে তলিয়ে গেলেন৷
advertisement
জানা যায়, চুরামালায় ধসের খবর তিনিই প্রথম জানান৷ নিথু জোজো ওয়ানাডের এক বেসরকারি হাসপাতালের মহিলা কর্মী ছিলেন৷ সেখানেই তিনি প্রথম ফোন করেন৷
advertisement
বিপর্যয়ের বিবরণ শুনিয়ে বাসিন্দাদের উদ্ধারের জন্য সাহায্য চান৷ কল রেকর্ডে শোনা যায়, ‘‘চুরামালায় ধস হয়েছে৷ আমি এখানে স্কুলের পিছনে থাকি৷ আপনি আমাদের সাহায্যের জন্য কাউকে পাঠাতে পারেন?’’
ফোন কলের মাধ্যমে  জানা যায়, নিথু জোজোর সঙ্গে আরও পাঁচ থেকে ছয় জনের পরিবারও আটকে গিয়েছিল৷ কিন্তু সম্ভবত তাঁরা তখন প্রকৃতির প্রকোপ থেকে রক্ষা পেয়েছিলেন৷
advertisement
৩০ জুলাই, ভোর রাতে তাঁর ফোন থেকেই জরুরি পরিষেবাগুলোর কাছে সাহায্য়ের জন্য় প্রথম ফোন যায়৷ তিনি জানান কীভাবে ধসের ফলে গাড়ি গুলো ভেসে যাচ্ছে৷ আতঙ্কিত গলায় তিনি জানান, তাঁর বাড়িতেও জল ঢুকে গিয়েছে৷
কিন্তু দুঃখের বিষয় উদ্ধারকারীরা সেখানে পৌঁছানোর আগেই বিপর্যস্ত কেরলে প্রাণ হারান প্রথম বিপর্যয়ের খবর দেওয়া নিথু জোজো৷
বাংলা খবর/ খবর/দেশ/
Kerala Landslides :‘‘এখানে বিপর্যয় ঘটে গিয়েছে’’ ভূমিধসের খবর দেন নিথু জোজো, বাঁচা হল না তাঁরও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement