Kerala Landslides: ঝড়-বৃষ্টির মধ্যে আটঘণ্টার দুঃসাহসিক অভিযান, কেরলে রক্ষা পেল চার শিশুর প্রাণ

Last Updated:

তাঁরা প্রত্যেকেই পাথুরে ভূখণ্ডে এক গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন৷ এই পরিবারটিকে উদ্ধার করায় কেরলের মূখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এর ঢালাও প্রশংসা করেন৷

কেরলের বিপর্যয়ে জোরকদমে চলছে উদ্ধারকার্য (Photo Credit: X)
কেরলের বিপর্যয়ে জোরকদমে চলছে উদ্ধারকার্য (Photo Credit: X)
কেরল: কেরলে ভূমিধসের পর জোরকদমে চলছে উদ্ধারকার্য৷ ধ্বংসস্তূপ সরাতেই একের পর এক মৃত্যুর খবর আসছে৷ এবার কেরলের বনকর্তাদের এক দুঃসাহসিক অভিযানের কথা সামনে এল৷
এই অভিযানের ফলে তাঁরা পাহাড়ের উপর আটকে থাকা বেশ কয়েকজন উপজাতি সম্প্রদায়ের মানুষকে উদ্ধার করতে সক্ষম হয়েছে৷
advertisement
গত ৩০ জুলাই, কেরলে যে ভূমিধস হয়েছিল তাতে, ওয়ানাডের পাহাড়ি অঞ্চলে বেশ কয়েকজন উপজাতি সম্প্রদায়ের মানুষ আটকে পড়েছিলেন৷
advertisement
advertisement
তাঁদের উদ্ধার করতে কালপেট্টা রেঞ্জের বন কর্মকর্তা কে হাশিসের নেতৃত্বে চার সদস্যের একটি দল প্রবল ঝড় বৃষ্টি মাথায় নিয়ে পাহাড়ি অঞ্চলে অভিযান চালায়৷ আটঘণ্টার এই দুঃসাহসিক অভিযানের পর চারবছর বয়সা তার শিশু ও তাঁদের মা-বাবাকে উদ্ধার করতে সক্ষম হয়৷
advertisement
তাঁরা প্রত্যেকেই পাথুরে ভূখণ্ডে এক গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন৷ এই পরিবারটিকে উদ্ধার করায় কেরলের মূখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এর ঢালাও প্রশংসা করেন৷
এই নিয়ে তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘ভূমিধস-বিধ্বস্ত ওয়ানাডে আমাদের সাহসী বনকর্তারা অক্লান্ত আটঘণ্টার সাহসী অপারেশনের পর এক প্রত্যন্ত উপজাতি বসতি থেকে ছয়টা মূল্যবান প্রাণ রক্ষা করতে সক্ষম হয়েছে৷ তাঁদের সাহসী পদক্ষেপ প্রমাণ করে বিপর্যয়ের কালো রাতেও আশার আলো রয়েছে৷’’
advertisement
কে হাশিস জানিয়েছেন, ‘‘বাচ্চারা খুবই ক্লান্ত হয়ে পড়েছিল৷ আমাদের সঙ্গে যা থিল তাই শিশুগুলোকে দিলাম৷ আমাদের কাঁধের সঙ্গে বেঁধে ওদের নামাতে সক্ষম হয়েছি৷’’
বাংলা খবর/ খবর/দেশ/
Kerala Landslides: ঝড়-বৃষ্টির মধ্যে আটঘণ্টার দুঃসাহসিক অভিযান, কেরলে রক্ষা পেল চার শিশুর প্রাণ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement