NEET Student Death Case: পোশাকে সিমেন, গোপনাঙ্গে আঘাত! NEET ছাত্রীর মৃত্যুর ঘটনায় ফরেন্সিক রিপোর্টে প্রকাশ বিস্ফোরক সত্যি, সাসপেন্ড ২ অফিসার
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
NEET Student Death Case: NEET পরীক্ষার্থী ছাত্রীর মৃত্যুর মামলায় ফরেন্সিক রিপোর্টে উঠে এল বিস্ফোরক সত্যি৷ মৃতা ছাত্রীর পোশাকে পাওয়া গেল সিমেন৷
পাটনা: NEET পরীক্ষার্থী ছাত্রীর মৃত্যুর মামলায় ফরেনসিক রিপোর্টে উঠে এল বিস্ফোরক সত্যি৷ মৃতা ছাত্রীর পোশাকে পাওয়া গেল সিমেন৷ ফরেনসিক রিপোর্ট আসার পর থেকেই তদন্ত নিয়ে উঠেছে প্রশ্ন৷ রিপোর্টে পাওয়া বীর্য থেকে পুলিশ ডিএনএ প্রোফাইল সংগ্রহ করবে বলেই জানা গিয়েছে৷ ঘটনায় তদন্তে গাফিলতির অভিযোগে দুই পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে৷ কদমকুয়াঁ থানার অতিরিক্ত ওসি হেমন্ত ঝা এবং চিত্রগুপ্ত নগর থানার ওসি সাব-ইনস্পেক্টর রোশনি কুমারীকে সাসপেন্ড করা হয়েছে৷ ঘটনার তদন্তের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানিয়েছেন তদন্তকারী অফিসাররা৷
প্রসঙ্গত, এই মাসের শুরুতে জেহানাবাদ জেলার ১৮ বছর বয়সি ওই ছাত্রীকে পাটনার চিত্রগুপ্ত নগরের শম্ভু গার্লস হোস্টেলের নিজের ঘরে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। নির্যাতিতা মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা NEET-এর প্রস্তুতির জন্য হোস্টেলে থাকতেন৷ কয়েক দিন কোমায় থাকার পর ১১ জানুয়ারি একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। ছাত্রীটির পরিবার দাবি করে যে তাকে যৌন নির্যাতন করা হয়েছিল এবং তারা কর্তৃপক্ষের বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলেছে। মামলাটি বর্তমানে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) তদন্ত করছে।
advertisement
advertisement
এসএসপি অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, “হাসপাতালে ভর্তি থাকার সময় যে পোশাকটি ছাত্রীটি পরেছিলেন, সেই পোশাকের ফরেনসিক পরীক্ষায় সিমেনের চিহ্ন পাওয়া গিয়েছে। পরিবার ১০ জানুয়ারি এই পোশাকগুলো পুলিশের হাতে তুলে দেয় এবং পুলিশ সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠায়। এখন SIT বীর্য থেকে ডিএনএ প্রোফাইল সংগ্রহ করবে এবং তা গ্রেফতার হওয়া অভিযুক্ত ও অন্যান্য সন্দেহভাজনদের ডিএনএর সঙ্গে মিলিয়ে দেখবে।” পোস্টমর্টেম রিপোর্টে তার গোপনাঙ্গে আঘাতের চিহ্ন এবং শরীরে নখের আঁচড়ের দাগ পাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
advertisement
ছাত্রীর মৃত্যুর পর পাটনায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়, যার জেরে পুলিশ হোস্টেলের মালিককে গ্রেফতার করে। যদিও প্রথমদিকে চিকিৎসকেরা জানিয়েছিলেন যে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন এবং টাইফয়েডে আক্রান্ত থাকার কারণেই তার মৃত্যু হয়েছে, পোস্টমর্টেম রিপোর্টে বলা হয়েছে যে মৃত্যুর কারণ হিসেবে যৌন নির্যাতনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না৷ অন্যদিকে পরিবার প্রথম থেকেই যৌন নির্যাতনের অভিযোগ তুললেও পুলিশ জানায়, চিকিৎসা রিপোর্ট ও সিসিটিভি ফুটেজে এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। পাটনা পুলিশ ১৩ জানুয়ারির এক বিবৃতিতে জানায়, “চিকিৎসকেরা যৌন নির্যাতনের কোনও চিহ্ন পাননি এবং জানান যে সে প্রচুর পরিমাণে ঘুমের ওষুধ খেয়েছিল ও টাইফয়েডে ভুগছিল।”
advertisement
এদিকে, AIIMS-পাটনার পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড শনিবার জানিয়েছে যে SIT-এর কাছ থেকে তারা এখনও সব গুরুত্বপূর্ণ নথি পায়নি, যদিও তারা পোস্টমর্টেম রিপোর্ট ও অন্যান্য সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনা করছে। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মেডিক্যাল বোর্ডের প্রধান ডা. বিনয় কুমার বলেন, “আমরা এখনও SIT-এর কাছ থেকে সব গুরুত্বপূর্ণ নথি পাইনি, তাই কোনও মতামত বা চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারছি না। এখন পর্যন্ত যে নথিগুলো দেওয়া হয়েছে, সেগুলো যথেষ্ট নয়। আমরা আরও নথির অপেক্ষায় আছি। SIT তদন্ত করছে এবং মেডিক্যাল বোর্ড নথিপত্র পর্যালোচনা শুরু করেছে।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 25, 2026 2:17 PM IST










