মোবাইল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফের বাধ্যতামূলক হতে চলেছে আধার কার্ড ? জেটলির মন্তব্যে জল্পনা তুঙ্গে

Last Updated:
#নয়াদিল্লি: ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা বা অ্যাকাউন্ট চালু রাখার জন্য আধার কার্ড আবশ্যিক নয় ৷ এমনকী, কোনও মোবাইল কোম্পানি আধার কার্ড চাইতে পারবে না ৷ গত মাসে বেশির ভাগ ক্ষেত্রেই আধারকে অনাবশ্যিক ঘোষণা করে সুপ্রিম কোর্ট ৷ কিন্তু সুপ্রিম কোর্ট নিষেধাজ্ঞা জারি করলেও মোবাইল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার যোগ বাধ্যতামূলক করার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ যদিও আধার কার্ড বাধ্যতামূলক করার ক্ষেত্রে কেন্দ্র কোনও আইন কার্যকর করবে কিনা ৷ সেই বিষয়ে কোনও ইঙ্গিত দেননি অর্থমন্ত্রী ৷
শনিবার জেটলি বলেন, ‘সুপ্রিম কোর্ট জানিয়েছে আধার সাংবিধানিকভাবে বৈধ ৷ কিন্তু দেশের সমস্ত শ্রেণীর মানুষকে ভর্তুকির মাধ্যমে একাধিক টাকা দেওয়া হয়ে থাকে ৷ এটাই আধারের মূল লক্ষ্য ৷’
একইসঙ্গে জেটলি বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই আধারের ব্যবহার বৈধ বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ শুধুমাত্র দু’টি ক্ষেত্রেই আধার ব্যবহারে আপত্তি জানিয়েছে কেন্দ্র ৷ আইন প্রয়োগের মাধ্যমে ওই দু’টি ক্ষেত্রেও আধার সংযোগ ফিরিয়ে আনা যায় ৷ এমনটাই মন্তব্য করেন জেটলি ৷ তবে, এর জন্য সংসদ নতুন কোনও আইন আনবে কি না ৷ সে সম্পর্কে এখনও কিছু বলেননি জেটলি ৷
advertisement
advertisement
মোবাইলে সিমে আধার বাধ্যতামূক নয় বলে আগেই জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট৷ সরকারি সামাজিক প্রকল্পগুলির ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নিয়ে কেন্দ্রের রায়ের বিরোধিতা করে পিটিশন জমা পড়ে একাধিক পিটিশন ৷ পিটিশনগুলিতে বলা হয়েছে, কেন্দ্র ভারতের নাগরিকদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছে ৷ সেই মামলার শুনানিতেই আধারকে সাংবিধানিক বৈধ বলে জানায় সুপ্রিম কোর্ট ৷ ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূল নয়৷
বাংলা খবর/ খবর/দেশ/
মোবাইল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফের বাধ্যতামূলক হতে চলেছে আধার কার্ড ? জেটলির মন্তব্যে জল্পনা তুঙ্গে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement