Navy HQ Spy Arrest: অপারেশন সিঁদুর চলাকালীন গোপন তথ্য ফাঁস ! পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার নৌসেনা কর্মী

Last Updated:

Navy HQ Staffer Arrested For Spying For Pakistan: পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম বিশাল যাদব। তিনি হরিয়ানা বাসিন্দা। দিল্লিতে নৌসেনার সদর দফতরে একজন আপার ডিভিশন ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন অভিযুক্ত।

Navy staffer arrested for spying for Pakistan during Operation Sindoor. (X/@IndiaWarMonitor)
Navy staffer arrested for spying for Pakistan during Operation Sindoor. (X/@IndiaWarMonitor)
নয়াদিল্লি: গুপ্তচরবৃত্তির অভিযোগে ফের গ্রেফতার এক ব্যক্তি ৷ এবার দিল্লিতে ভারতীয় নৌবাহিনীর সদর দফতরে নিযুক্ত এক কর্মীকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৷ রিপোর্ট অনুযায়ী, ধৃত ব্যক্তির নাম বিশাল যাদব। সে নৌবাহিনীতে কেরানি হিসেবেই কাজ করত বলে জানা গিয়েছে। গত কয়েক মাস ধরেই চলছিল নজরদারি ৷ অবশেষে ধরা পড়ে বিশাল যাদব ৷ তাকে রাজস্থান পুলিশের গোয়েন্দা শাখা নিজেদের হেফাজতে নিয়েছে আপাতত ৷
তদন্তকারীদের দাবি, ধৃত ব্যক্তি অপারেশন সিঁদুর চলাকালীন এবং বিভিন্ন সময়ে পাকিস্তানের আইএসআই-এর কাছে সংবেদনশীল তথ্য ফাঁস করছিল। 
advertisement
পাক গুপ্তচর সংস্থা আইএসআই-কে তথ্যপাচারের অভিযোগে দিল্লির নৌবাহিনীর সদর দফতর থেকে গ্রেফতার করা হয়েছে বিশালকে। অভিযোগ বহু বছর ধরে এই কাজ করছিল সে। এমনকী, ‘অপারেশন সিঁদুর’ চলাকালীনও গুপ্তচরবৃত্তি করে গিয়েছে। তার মোবাইল ফোনের ডেটা থেকে জানা গিয়েছে, বিশাল যাদব নামে ওই ব্যক্তি নৌবাহিনী ও প্রতিরক্ষা দফতরের গোপন তথ্য এক পাকিস্তানি মহিলাকে জানাত। টাকার বিনিময়ে এই কাজ করত সে। নৌবাহিনীর সদর দফতরে কেরানির চাকরি করত সে। রাজস্থান পুলিশের গোয়েন্দা শাখা তাকে গ্রেফতার করেছে।
advertisement
রাজস্থানের সিআইডি ইন্টেলিজেন্স ইউনিট পাক গুপ্তচরবৃত্তির কার্যকলাপের উপর লাগাতার নজর রাখছিল। নজরদারি চলাকালীন তারা বিশাল যাদবকে চিহ্নিত করেছিল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশাল পাকিস্তানের গোয়েন্দা সংস্থার মহিলা হ্যান্ডলারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত বলে অভিযোগ। 
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Navy HQ Spy Arrest: অপারেশন সিঁদুর চলাকালীন গোপন তথ্য ফাঁস ! পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার নৌসেনা কর্মী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement