‘জো হোগয়া সো হোগয়া’, জনগণের মাঝে গিয়ে মন্তব্য অজিত দোভালের
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
জ্বলছে দিল্লির একাংশ ৷ উত্তর-পূর্ব দিল্লির উত্তপ্ত পরিবেশ নিয়ে গোটা দেশ জুড়েই সমালোচনার মুখে কেন্দ্র ৷
#নয়াদিল্লি: জ্বলছে দিল্লির একাংশ ৷ উত্তর-পূর্ব দিল্লির উত্তপ্ত পরিবেশ নিয়ে গোটা দেশ জুড়েই সমালোচনার মুখে কেন্দ্র ৷ তবে এরই মাঝে পরিস্থিতি দেখতে উত্তর-পূর্ব দিল্লির হিংসাগ্রস্ত এলাকায় গিয়ে বাসিন্দাদের আশ্বস্ত করলেন অজিত দোভাল ৷ কী অবস্থায় রয়েছে দিল্লির এই হিংসাগ্রস্ত এলাকা তার রিপোর্ট অমিত শাহকে জমা দেনও তিনি ৷
এলাকাবাসীকে দোভাল জানান,‘দেশকে ভালবাসতে শিখুন ৷ সবার সঙ্গে সদ্ভাব বজায় রাখুন ৷ প্রতিবেশি সমস্যায় পড়লে সাহায্যের জন্য এগিয়ে যান৷ ’
#WATCH Delhi: National Security Advisor (NSA) Ajit Doval takes stock of the situation in Maujpur area of #NortheastDelhi pic.twitter.com/f8Jc7LR7P0
— ANI (@ANI) February 26, 2020
advertisement
advertisement
অশান্ত জাফরাবাদে এদিন পুলিশ কনভয় নিয়েও ঘোরেন তিনি। সেখানেই এক ছাত্রীর সঙ্গে কথা বলেন দোভাল। ছাত্রীটি তাঁকে বলে, 'আমরা ভীত। বাড়ি থেকে বের হতে পারছি না। টিউশনে যেতে পারছি না।' ছাত্রীর মুখে ওই কথা শুনে দোভাল তাকে আশ্বস্ত করে বলেন, 'তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই। সমস্ত কিছু ঠিক করার দায়িত্ব সরকার ও পুলিশের।'
advertisement
দিল্লি হিংসায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা৷ এই মুহূর্তে দিল্লিতে মৃতের সংখ্যা বেড়ে হল ২৭৷ আহত ২০০ জনেরও বেশি৷ এখনও ১০৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷
বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, স্থানীয়রা নয়, দিল্লিতে হিংসা ছড়িয়েছে বহিরাগতরা৷ তিনি বলে, 'দিল্লির মানুষ হিংসা চায় না৷ আম আদমি এই কাজ করেনি৷ দিল্লির হিন্দু, মুসলিমরা শান্তির পক্ষে৷' একই সঙ্গে দিল্লি হিংসায় মৃত পুলিশকর্মী রতন লালের পরিবারকে ১ কোটি টাকা সরকারি সাহায্য ও পরিবারের একজনকে সরকারি চাকরির কথাও ঘোষণা করেন তিনি৷
Location :
First Published :
February 26, 2020 10:10 PM IST