Rail Accident : দীপাবলির আগে মারাত্মক দুর্ঘটনা, বাড়ি ফেরা আর হল না! লাখ লাখ যাত্রীর নিরাপত্তা নিয়ে আবার প্রশ্নের মুখে রেল

Last Updated:

Rail Accident- মহারাষ্ট্রের নাসিক রেলওয়ে স্টেশনে দুর্ঘটনা। দীপাবলি ও ছট্‌ পূজার আগে অনেকেই বাড়ি ফিরতে চান। তারই মাঝে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মুম্বই থেকে বিহারগামী কর্মভূমি এক্সপ্রেস ধরতে গিয়ে তিনজন যাত্রী ট্রেনের ধাক্কায় পড়ে যান।

News18
News18
নাসিক : বাড়ি থেকে দূরে যেতে হয় পেটের দায়ে। অনেকেই কাজ করেন ভিনরাজ্যে। উৎসবের এই সময় তাই বাড়িতে ফেরার তাড়া থাকে। কিন্তু বাড়ি ফিরতে গিয়ে হয় বিপত্তি। এবারও তাই হল।
মহারাষ্ট্রের নাসিক রেলওয়ে স্টেশনে দুর্ঘটনা। দীপাবলি ও ছট্‌ পূজার আগে অনেকেই বাড়ি ফিরতে চান। তারই মাঝে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মুম্বই থেকে বিহারগামী কর্মভূমি এক্সপ্রেস ধরতে গিয়ে তিনজন যাত্রী ট্রেনের ধাক্কায় পড়ে যান। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন।
রেলওয়ে থেকে পাওয়া তথ্য অনুযায়ী, উৎসবের মরশুমে মুম্বই ও মহারাষ্ট্রের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক মানুষ তাঁদের গ্রামের দিকে ফিরছেন। সেই সময় নাসিক স্টেশনে ট্রেন ধরার তাড়াহুড়োয় দুজন যাত্রী প্রাণ হারান।
advertisement
advertisement
জানা গেছে, কর্মভূমি এক্সপ্রেস সাধারণত নাসিক স্টেশনে থামে না, তবে এখানে ট্রেনের গতি কিছুটা কম ছিল। সেই সময় তিনজন যাত্রী চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন এবং তখনই ট্রেনের ধাক্কায় পড়ে যান। রেলওয়ে কর্মকর্তারা এবং স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। গুরুতর আহত যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। জানা গেছে, তাঁরা সবাই বিহারগামী ট্রেনের যাত্রী ছিলেন।
advertisement
আরও পড়ুন- ধনতেরাসের সকালেই গরিব রথ ট্রেনে ভয়াবহ আগুন! দাউ দাউ করে জ্বলে উঠল কামরা
এই দুর্ঘটনা আবারও রেলওয়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। উৎসবের মরশুমে ট্রেনে যাত্রীর ভিড় বেড়ে যায়। অনেকেই যে কোনওভাবে তাড়াহুড়োয় ট্রেনে চাপতে চান। আর সেটাই প্রাণঘাতী হয়ে দাঁড়ায়। প্রবল ভিড় হতে পারে এমন স্টেশনগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য রেলের উদ্যোগ নেওয়া উচিত বলে দাবি করছেন অনেকেই।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rail Accident : দীপাবলির আগে মারাত্মক দুর্ঘটনা, বাড়ি ফেরা আর হল না! লাখ লাখ যাত্রীর নিরাপত্তা নিয়ে আবার প্রশ্নের মুখে রেল
Next Article
advertisement
West Bengal Weather Update: ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
  • দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে

  • ফিরছে শীত

  • জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
advertisement