Omicron situation in India: লাফিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা! আগামিকাল পর্যালোচনা বৈঠকে নরেন্দ্র মোদি

Last Updated:

এখনও পর্যন্ত দিল্লিতে ৫৭ জন করোনা আক্রান্তের শরীরে ওমিক্রন স্ট্রেনের খোঁজ মিলেছে৷ মহারাষ্ট্রে খোঁজ মিলেছে ৫৪ জন আক্রান্তের (Omicron situation in India)৷

স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম রিপোর্ট অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ (COVID-19) হয়েছে ১৬ হাজার ৭৬৪ জন। বৃহস্পতিবারও যা ছিল ১৩ হাজারের বেশি। একদিনে করোনার বলি দেশের ২২০ জন। প্রতীকী ছবি৷
স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম রিপোর্ট অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ (COVID-19) হয়েছে ১৬ হাজার ৭৬৪ জন। বৃহস্পতিবারও যা ছিল ১৩ হাজারের বেশি। একদিনে করোনার বলি দেশের ২২০ জন। প্রতীকী ছবি৷
#দিল্লি: ভারতে করোনার নতুন স্ট্রেন ওমিক্রনে (Omicron) আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে ২১৩-তে গিয়ে পৌঁছেছে৷ করোনার নতুন এই স্ট্রেন নিয়ে উদ্বেগ ক্রমশই বাড়ছে৷ সবথেকে বেশি আক্রান্তের খোঁজ মিলেছে মহারাষ্ট্র এবং দিল্লিতে৷ এই পরিস্থিতিতে আগামিকাল দেশের করোনা পরিস্থিতি এবং বিশেষত ওমিক্রন সংক্রমণের ঝুঁকি নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷
এখনও পর্যন্ত দিল্লিতে ৫৭ জন করোনা আক্রান্তের শরীরে ওমিক্রন স্ট্রেনের খোঁজ মিলেছে৷ মহারাষ্ট্রে খোঁজ মিলেছে ৫৪ জন আক্রান্তের৷ তেলেঙ্গানা, কর্ণাটক, রাজস্থান, কেরল এবং গুজরাতের মতো রাজ্যগুলিতেও বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা৷
advertisement
এর পাশাপাশি জম্মু কাশ্মীর, ওড়িশা, উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ, চণ্ডীগড়, লাদাখ, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গেও মিলেছে ওমিক্রন আক্রান্তের খোঁজ৷ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওমিক্রন সংক্রমণ রুখতে প্রত্যেকটি রাজ্যকে বিশেষ পরামর্শ পাঠিয়েছে কেন্দ্র৷ রাজ্যগুলিকেবলা হয়েছে, ওমিক্রন আক্রান্তদের দ্রুত চিহ্নিত করতে এবং সংক্রমণ রুখতে 'ওয়ার রুম' চালু করতে হবে৷ ফিরিয়ে আনতে হবে নাইট কারফিউ-এর মতো কড়া বিধিনিষেধ৷ পাশাপাশি নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করা এবং ভিড় নিয়ন্ত্রণের নির্দেশও দেওয়া হয়েছে৷
advertisement
কেন্দ্রীয় সরকারের তরফে পাঠানো ওই চিঠিতে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আরও মনে করিয়ে দেওয়া হয়েছে যে ওমিক্রনের পাশাপাশি এখনও দেশের বিভিন্ন প্রান্তে করোনার ডেল্টা স্ট্রেন-এর উপস্থিতিরও প্রমাণ মিলেছে৷
ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে মোট নমুনা পরীক্ষার ৭৩ শতাংশের মধ্যে ওমিক্রন স্ট্রেনের উপস্থিতি পাওয়া গিয়েছে৷ গত সপ্তাহেই যে সংখ্যাটা ছিল ৩ শতাংশের আশে পাশে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফেও সতর্ক করে জানানো হয়েছে, ডেল্টার তুলনায় অনেক বেশি সংক্রামক ওমিক্রন৷ এমন কি, যাঁরা ভ্যাকসিন নিয়েছেন অথবা করোনা থেকে সেরে উঠেছেন, তাঁদেরকেও কাবু করে ফেলছে এই মারণ স্ট্রেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Omicron situation in India: লাফিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা! আগামিকাল পর্যালোচনা বৈঠকে নরেন্দ্র মোদি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement