কলকাতা: রাজস্থান এবং মধ্যপ্রদেশে জয়ের সম্ভাবনা বুথ ফেরত সমীক্ষাতেই ছিল৷ ওই দুই রাজ্যে তো জয় এলই, বিজেপি-র ঝুলিতে বাড়তি পাওনা ছত্তিশগড়৷ ভোটের ফলাফল স্পষ্ট হতেই তাই এক্স হ্যান্ডেলে পোস্ট করে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের জনগণকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
তবে শুধু এই তিন রাজ্য নয়, যে তেলেঙ্গানায় বিজেপি ছাপ ফেলতে পারেনি সেই তেলেঙ্গানার মানুষের জন্যও আলাদা করে বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদি৷ গত কয়েক বছরে দক্ষিণের এই রাজ্যটিতে বিজেপি-র ভোট প্রাপ্তির হার অনেকটাই বেড়েছে৷ লোকসভা নির্বাচনের আগে তাই পরাজিত হওয়া সত্তেও তেলেঙ্গানাবাসীর মন জয় প্রধানমন্ত্রী আলাদা বার্তা দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের ফলাফল বুঝিয়ে দিল যে ভারতের জনগণ দৃঢ় ভাবে সুশাসনের রাজনীতি এবং উন্নয়নের পক্ষে, যা বিজেপির পরিচয়৷’
My dear sisters and brothers of Telangana,
Thank you for your support to the @BJP4India. Over the last few years, this support has only been increasing and this trend will continue in the times to come.
Our bond with Telangana is unbreakable and we will keep working for the…
Thank you for your support to the @BJP4India. Over the last few years, this support has only been increasing and this trend will continue in the times to come.
Our bond with Telangana is unbreakable and we will keep working for the…
প্রধানমন্ত্রী আরও লিখেছেন, ‘এই তিন রাজ্যের মানুষকে আমি তাদের বিপুল সমর্থনের জন্য ধন্যবাদ জানাই এবং তাঁদের আশ্বস্ত করছি যে আমরা ক্লান্তিহীন ভাবে তাঁদের উন্নয়নের জন্য কাজ করব৷ আমাদের কর্মীদের তাঁদের পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাই৷ তাঁদের প্রত্যেকেই উদাহরণ তৈরি করেছেন৷’
হিন্দি বলয়ের তিন রাজ্যের জন্য ইংরেজির পাশাপাশি হিন্দিতে বার্তা দিয়েছেন মোদি৷ আবার তেলেঙ্গানাবাসীর জন্য তেলুগুতে নিজের বার্তা পোস্ট করেছেন তিনি৷ তেলেঙ্গানার বাসিন্দাদের ‘আমার ভাই এবং বোন’ বলে সম্বোধন করে মোদি লিখেছেন, ‘বিজেপির প্রতি আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ৷ গত কয়েক বছরে এই সমর্থন শুধুমাত্র বৃদ্ধিই পেয়েছে৷ আগামী দিনেও এই প্রবণতা বজায় থাকবে৷ তেলেঙ্গানার সঙ্গে আমাদের বন্ধন অবিচ্ছিন্ন এবং আমরা মানুষের জন্য কাজ করতে থাকব৷ বিজেপির প্রত্যেক কর্মীর পরিশ্রমেরও প্রশংসা করতে হয়৷’