মমতাকে জেতানোর ডাক, কংগ্রেস বিপর্যয়ের পরই কলকাতায় দেওয়াল লিখন শুরু তৃণমূলের

Last Updated:

চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হতেই কংগ্রেসকে একহাত নিয়েছে তৃণমূল৷

মমতার সমর্থনে দেওয়াল লিখন কুণালের৷
মমতার সমর্থনে দেওয়াল লিখন কুণালের৷
কলকাতা: ৪ রাজ্যের ভোটের ফলে বাজিমাত বিজেপির। একটি রাজ্যে কংগ্রেসের জয়। এরই মধ্যে কলকাতায় লোকসভা ভোটের দেওয়াল লিখন শুরু। উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখন শুরু করল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর ডাক দিয়ে এই দেওয়াল লিখন।
বর্তমানে কলকাতা উত্তরের তৃণমূল সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়। লোকসভায় প্রার্থী কে হবেন তা এখনও সিদ্ধান্ত হয়নি। তবে দেওয়াল লিখন মাধ্যমে জোর কদমে ভোট প্রচারের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস।
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লেখার সময় এ দিন হাজির ছিলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, ভিন রাজ্য আর এই রাজ্যের রাজনৈতিক ফারাক আছে। এখানে মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে। তাই এখন থেকেই শুরু ভোটের প্রচার দেওয়াল লিখনের মাধ্যমে।
advertisement
চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হতেই কংগ্রেসকে একহাত নিয়েছে তৃণমূল৷ কংগ্রেসের ব্যর্থতাতেই মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে জয় পেয়েছে বিজেপি৷ সেই কারণেই ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রাখা উচিত বলে দাবি করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মমতাকে জেতানোর ডাক, কংগ্রেস বিপর্যয়ের পরই কলকাতায় দেওয়াল লিখন শুরু তৃণমূলের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement