Delhi Fire Update: শোকপ্রকাশ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির! উদ্ধারকাজে নামছে এনডিআরএফ, জানালেন শাহ

Last Updated:

এ দিন বিকেলে দিল্লির মুন্দকা এলাকার একটি বহুতলে আগুন লাগে৷ এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে৷

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড৷
দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড৷
#দিল্লি: দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি৷ শোকপ্রকাশ করে ট্যুইট করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল এবং কংগ্রেস নেতা রাহুল গাঁধিও৷
এ দিন বিকেলে দিল্লির মুন্দকা এলাকার একটি বহুতলে আগুন লাগে৷ এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে৷ আরও অনেকের বহুতলের ভিতরে আটকে থাকার আশঙ্কা করছেন দমকল কর্মীরা৷
advertisement
শোকবার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, 'দিল্লির অগ্নিকাণ্ডের দুর্ভাগ্যজনক ঘটনার জেরে যে প্রাণহানি হয়েছে, আমি গভীর ভাবে শোকাহত৷ শোকস্তব্ধ পরিবারগুলিকে আমার সমবেদনা জানাই৷ আহতদের দ্রুত সুস্থতা কামনা করি৷' প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে৷ পাশাপাশি, আহতদের জন্য ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে৷
advertisement
advertisement
advertisement
advertisement
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শোকবার্তায় লিখেছেন, 'মুন্দকা মেট্রো স্টেশনের কাছে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যথিত৷ শোকস্তব্ধ পরিবারগুলিকে আমার সমবেদনা জানাই৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি৷'
কংগ্রেস নেতা রাহুল গাঁধিও ট্যুইট বার্তায় শোকপ্রকাশ করে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন৷ শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-ও৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ট্যুইটারে শোকপ্রকাশ করার পাশাপাশি জানিয়েছেন, ঘটনাস্থলে থাকা আধিকারিকদের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন৷ উদ্ধারকাজে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও নামানো হচ্ছে৷ জীবিতদের ওই বহুতল থেকে বের করে আনা এবং আহতদের চিকিৎসাকেই সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালও জানিয়েছেন, তিনি উদ্ধারকাজে যুক্ত আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন৷
advertisement
জানা গিয়েছে, তিন তলা ওই বহুতলটিতে একটি অফিস ছিল৷ সেই অফিসের মালিককেও গ্রেফতার করেছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Fire Update: শোকপ্রকাশ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির! উদ্ধারকাজে নামছে এনডিআরএফ, জানালেন শাহ
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement