Delhi Fire Update: শোকপ্রকাশ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির! উদ্ধারকাজে নামছে এনডিআরএফ, জানালেন শাহ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এ দিন বিকেলে দিল্লির মুন্দকা এলাকার একটি বহুতলে আগুন লাগে৷ এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে৷
#দিল্লি: দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি৷ শোকপ্রকাশ করে ট্যুইট করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল এবং কংগ্রেস নেতা রাহুল গাঁধিও৷
এ দিন বিকেলে দিল্লির মুন্দকা এলাকার একটি বহুতলে আগুন লাগে৷ এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে৷ আরও অনেকের বহুতলের ভিতরে আটকে থাকার আশঙ্কা করছেন দমকল কর্মীরা৷
advertisement
শোকবার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, 'দিল্লির অগ্নিকাণ্ডের দুর্ভাগ্যজনক ঘটনার জেরে যে প্রাণহানি হয়েছে, আমি গভীর ভাবে শোকাহত৷ শোকস্তব্ধ পরিবারগুলিকে আমার সমবেদনা জানাই৷ আহতদের দ্রুত সুস্থতা কামনা করি৷' প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে৷ পাশাপাশি, আহতদের জন্য ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে৷
advertisement
Extremely saddened by the loss of lives due to a tragic fire in Delhi. My thoughts are with the bereaved families. I wish the injured a speedy recovery.
— Narendra Modi (@narendramodi) May 13, 2022
advertisement
Distressed by the tragic fire accident at a building near Mundka Metro Station in Delhi. My condolences to the bereaved families. I wish for speedy recovery of the injured.
— President of India (@rashtrapatibhvn) May 13, 2022
Pained by the tragic loss of lives in the Delhi fire near Mundka Metro station. Heartfelt condolences to the bereaved families and wishing the injured a speedy recovery.
— Rahul Gandhi (@RahulGandhi) May 13, 2022
advertisement
दिल्ली के मुंडका में आग लगने की घटना बहुत दुःखद है। मैं सम्बंधित अधिकारियों से लगातार संपर्क में हूँ, प्रशासन राहत व बचाव कार्य में जुटा है। NDRF भी वहाँ शीघ्र पहुँच रही है। लोगों को वहाँ से निकालना व घायलों को तुरंत उपचार देना हमारी प्राथमिकता है।
— Amit Shah (@AmitShah) May 13, 2022
advertisement
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শোকবার্তায় লিখেছেন, 'মুন্দকা মেট্রো স্টেশনের কাছে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যথিত৷ শোকস্তব্ধ পরিবারগুলিকে আমার সমবেদনা জানাই৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি৷'
কংগ্রেস নেতা রাহুল গাঁধিও ট্যুইট বার্তায় শোকপ্রকাশ করে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন৷ শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-ও৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ট্যুইটারে শোকপ্রকাশ করার পাশাপাশি জানিয়েছেন, ঘটনাস্থলে থাকা আধিকারিকদের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন৷ উদ্ধারকাজে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও নামানো হচ্ছে৷ জীবিতদের ওই বহুতল থেকে বের করে আনা এবং আহতদের চিকিৎসাকেই সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালও জানিয়েছেন, তিনি উদ্ধারকাজে যুক্ত আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন৷
advertisement
জানা গিয়েছে, তিন তলা ওই বহুতলটিতে একটি অফিস ছিল৷ সেই অফিসের মালিককেও গ্রেফতার করেছে পুলিশ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 14, 2022 12:04 AM IST