Delhi Fire Update: শোকপ্রকাশ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির! উদ্ধারকাজে নামছে এনডিআরএফ, জানালেন শাহ

Last Updated:

এ দিন বিকেলে দিল্লির মুন্দকা এলাকার একটি বহুতলে আগুন লাগে৷ এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে৷

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড৷
দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড৷
#দিল্লি: দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি৷ শোকপ্রকাশ করে ট্যুইট করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল এবং কংগ্রেস নেতা রাহুল গাঁধিও৷
এ দিন বিকেলে দিল্লির মুন্দকা এলাকার একটি বহুতলে আগুন লাগে৷ এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে৷ আরও অনেকের বহুতলের ভিতরে আটকে থাকার আশঙ্কা করছেন দমকল কর্মীরা৷
advertisement
শোকবার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, 'দিল্লির অগ্নিকাণ্ডের দুর্ভাগ্যজনক ঘটনার জেরে যে প্রাণহানি হয়েছে, আমি গভীর ভাবে শোকাহত৷ শোকস্তব্ধ পরিবারগুলিকে আমার সমবেদনা জানাই৷ আহতদের দ্রুত সুস্থতা কামনা করি৷' প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে৷ পাশাপাশি, আহতদের জন্য ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে৷
advertisement
advertisement
advertisement
advertisement
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শোকবার্তায় লিখেছেন, 'মুন্দকা মেট্রো স্টেশনের কাছে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যথিত৷ শোকস্তব্ধ পরিবারগুলিকে আমার সমবেদনা জানাই৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি৷'
কংগ্রেস নেতা রাহুল গাঁধিও ট্যুইট বার্তায় শোকপ্রকাশ করে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন৷ শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-ও৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ট্যুইটারে শোকপ্রকাশ করার পাশাপাশি জানিয়েছেন, ঘটনাস্থলে থাকা আধিকারিকদের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন৷ উদ্ধারকাজে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও নামানো হচ্ছে৷ জীবিতদের ওই বহুতল থেকে বের করে আনা এবং আহতদের চিকিৎসাকেই সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালও জানিয়েছেন, তিনি উদ্ধারকাজে যুক্ত আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন৷
advertisement
জানা গিয়েছে, তিন তলা ওই বহুতলটিতে একটি অফিস ছিল৷ সেই অফিসের মালিককেও গ্রেফতার করেছে পুলিশ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Fire Update: শোকপ্রকাশ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির! উদ্ধারকাজে নামছে এনডিআরএফ, জানালেন শাহ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement