Narendra Modi: নয়া ভারত! বিরোধীদের INDIA-র পরেই মোদির মুখে NDA-র নামের নতুন ব্যাখ্যা, কী বললেন?
- Published by:Satabdi Adhikary
- Written by:Rajib Chakraborty
Last Updated:
তাঁর কথায়, ‘‘এনডিএ শব্দের অর্থ, নিউ ইন্ডিয়া, ডেভলপমেন্ট এবং অ্যাস্পিরেশন অর্থাৎ নতুন ভারত, উন্নয়ন এবং প্রত্যাশা।’’
নয়াদিল্লি: I.N.D.I.A অর্থাৎ, ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স৷ বিজেপি বিরোধী ২৬ দলের মঞ্চকে এই নামই দিয়েছেন মমতা-রাহুলরা৷ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স’-এর ‘ডেমোক্র্যাটিক’ শব্দটি বাদ দিয়ে ‘ডেভলপমেন্টাল’ শব্দটি আনার প্রস্তাব দিয়েছিলেন রাহুল গান্ধি৷ সেই প্রস্তাবে সম্মতও হয়েছেন সকলে৷ বিরোধী মঞ্চের এই নামকরণের পরে এবার ‘এনডিএ’ নামেরও নতুন করে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
মঙ্গলবার এনডিএ-র বৈঠক শেষে বিরোধীদের জোটের কড়া সমালোচনা করেন তিনি। বলেন, ‘‘দেশে জোট রাজনীতির অনেক ইতিহাস রয়েছে৷ তবে নেতিবাচক চিন্তাভাবনা দিয়ে তৈরি জোট কখনও জয়ী হতে পারেনি।’’ এরপরেই, এনডিএ জোটের নামের নতুন ব্যাখ্যা করেন মোদি৷ তাঁর কথায়, ‘‘এনডিএ শব্দের অর্থ, নিউ ইন্ডিয়া, ডেভলপমেন্ট এবং অ্যাস্পিরেশন অর্থাৎ নতুন ভারত, উন্নয়ন এবং প্রত্যাশা।’’
advertisement
আরও পড়ুন: নাম দিলেন মমতা, তাতেই সায় রাহুল গান্ধির? কীভাবে হল বিজেপি বিরোধী জোটের নামকরণ..
বৈঠক শেষে শরিক দলের নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘‘আমি সবার কথা, বক্তব্য শুনেছি। রাজনীতিতে প্রতিযোগিতা হয়, শত্রুতা হয় না। তবে আজ বিরোধীরা আমাদের সমালোচনা করছে। আমরা ভারতকে সবসময় রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে রেখেছি। এনডিএ সরকার প্রণব দা’কে ভারত রত্ন দিয়েছে। শরদ পওয়ার, মুলায়ম সিং যাদব, গুলাম নবি আজাদ সহ বিজেপি ও এনডিএর বাইরে থাকা অনেক দলকে পদ্ম সম্মান দিয়েছে।”
advertisement
advertisement
বিরোধী দলগুলোকে নাম না করে মোদির বার্তা, “আমরা যখন বিরোধী আসনে ছিলাম, তখনও ইতিবাচক রাজনীতি করেছি। বিরোধী আসনে থেকে আমরা তৎকালীন সরকারের অনেক বড় বড় দুর্নীতি প্রকাশ্যে এনেছি। যদিও আমরা কখনও মানুষের রায়কে অসম্মান করিনি। শাসকের বিরুদ্ধে আমরা কখনও বিদেশি শক্তির সাহায্য গ্রহণ করিনি। দেশের উন্নয়নের কাজে আমরা কখনও বাধা হইনি। এনডিএ-র কাছে দেশ, রাষ্ট্রের নিরাপত্তা, মানুষের ক্ষমতায়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
advertisement
মঙ্গলবার সকালে আন্দামান নিকোবরে বীর সাভারকর বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধন অনুষ্ঠানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি৷ সেখানে তাঁর মুখে উঠে আসে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের হিংসার প্রসঙ্গ। তিনি বলেন, ‘‘কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন হয়েছে। সেখানে প্রকাশ্যে হিংসা হয়েছে। প্রচুর খুন হয়েছে। এই নিয়েও তাদের মুখ বন্ধ। কংগ্রেস-বামেদের কর্মীরা বাঁচার জন্য আর্তনাদ করছে। কিন্তু ওই দলের নেতা নিজেদের স্বার্থে নিজেদের দলের কর্মীদের মরার জন্য ছেড়ে দিয়েছে। রাজস্থানে মহিলাদের উপর অত্যাচার হলেও এরা কিছুই দেখতে পারেন না।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
July 19, 2023 10:22 AM IST