Narendra Modi: 'আজকের হ্যাটট্রিক চব্বিশে জয়ের হ্যাটট্রিকের গ্যারান্টি'! তিনিই ফিরছেন, বুঝিয়ে দিলেন মোদি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
নরেন্দ্র মোদি বলেন, 'এই নির্বাচন আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে৷ মা, বোন এবং যুব সমাজকে আমি আমার ধন্যবাদ জানাই৷'
নয়াদিল্লি: মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে বিজেপি-র বিপুল জয় আসলে কয়েক মাস বাদে লোকসভা নির্বাচনে বিজেপি-র জয়কেই নিশ্চিত করল৷ চার রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর বিজেপি সদর দফতর থেকে বক্তব্য রাখতে গিয়ে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁর কথায়, ‘আজকের এই হ্যাটট্রিকে চব্বিশের হ্যাটট্রিকের গ্যারান্টি দিয়ে দিয়েছে৷’
শুধু তাই নয়, তিন রাজ্যের বিপুল জয় আসলে বিজেপির উন্নয়নের রাজনীতি এবং কেন্দ্রীয় সরকারের দুর্নীতি বিরোধী অবস্থানের প্রতিও মানুষের সমর্থন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী৷ কংগ্রেস সহ বিরোধী দলগুলিকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের এই হ্যাটট্রিকে চব্বিশের হ্যাটট্রিকের গ্যারান্টি দিয়ে দিয়েছে৷ এই জনাদেশ প্রমাণ করে দিয়েছে দুর্নীতি, পরিবারতন্ত্র এবং তোষণের রাজনীতিকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে৷ এই তিন সমস্যাকে দূর করতে পারে একমাত্র বিজেপি, মানুষ তা বিশ্বাস করতে শুরু করেছে৷ কেন্দ্রীয় সরকার দুর্নীতির বিরুদ্ধে যে কড়া পদক্ষেপ নিয়েছে, মানুষ তাকে সমর্থন করছে৷ এই ফলের মাধ্যমে দেশের জনগণ দুর্নীতিগ্রস্ত নেতাদের সতর্ক করে দিল৷ যারা এই দুর্নীতিগ্রস্তদের আড়াল করে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে বদনাম করে, তারা বুঝতে পারছে এই ফল দুর্নীতির বিরুদ্ধে মানুষের জনসমর্থন৷’
advertisement
advertisement
একই সঙ্গে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোটকেও বিঁধতে ছাড়েননি প্রধানমন্ত্রী৷ বিরোধীদের ইন্ডিয়া জোটকে অহঙ্কারী বলে কটাক্ষ করে মোদি বলেন, ‘এই ফল কংগ্রেস এবং তাদের নেতৃত্বাধীন অহঙ্কারী জোটের জন্যও বড় শিক্ষা৷ পরিবারবাদী দলগুলি একমঞ্চে এলে যত ভাল ছবি উঠুক না কেন, দেশের মানুষের মন পাওয়া যায় না৷ তার জন্য দেশপ্রেম থাকা দরকার৷ অহঙ্কারী জোটের মধ্যে তার বিন্দুমাত্র নেই৷ গালিগালাজ, কুকথা এই জোটকে সংবাদ শিরোনামে আনতে পারে, কিন্তু মানুষের মনে জায়গা দিতে পারে না৷’ কংগ্রেস সহ বিরোধীদের মোদির পরামর্শ, ‘এমন রাজনীতি করবেন না যা দেশ বিরোধী শক্তিগুলিকে প্রশ্রয় দেয়৷’
advertisement
প্রধানমন্ত্রীর দাবি, উন্নয়ন এবং সুশাসনের যে মডেল বিজেপি এনেছে, মানুষ দু হাত তুলে তাকে আশীর্বাদ করেছে৷ মোদি বলেন, সব কা সাথ, সব কা বিকাশের ভাবনা জিতেছে৷ ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করার চেষ্টা হয়েছিল৷ এই নির্বাচনের ফলে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে সীমাবদ্ধ থাকবে না৷ গোটা দুনিয়ায় এর গুঞ্জন ছড়িয়ে পড়বে৷ গোটা দেশের বিনিয়োগকারীদের ভরসা দেবে নির্বাচনের এই ফল৷ উন্নত ভারতের যে সংকল্প আমরা নিয়েছি, জনতা জনার্দন তাকে ক্রমাগত আশীর্বাদ করছে৷ ভারতের গণতন্ত্র এবং ভোটাররা কতটা পরিণত মনস্ক তা গোটা দুনিয়া দেখছে৷ ভারতের মানুষ স্থায়ী সরকার তৈরির লক্ষ্যে ভোট দিচ্ছে, তা গোটা বিশ্ব দেখছে৷ বিজেপি সেবা এবং সুশাসনের নতুন মডেল দেশের সামনে তুলে ধরেছে৷ আমাদের নীতি তৈরি হয় দেশ এবং দেশবাসীর কথা মাথায় রেখে৷ বিজেপি সরকার শুধু নীতি তৈরি করে না, সবার কাছে তার সুফল যাতে পৌঁছয়, তা নিশ্চিত করে৷
advertisement
তবে রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের পাশাপাশি মোদির মুখে এ দিন বার বার শোনা গিয়েছে তেলেঙ্গানার কথা৷ দক্ষিণের রাজ্যটিতে কংগ্রেস ক্ষমতা দখল করলেও ৮টি আসনে জয়ী হয়েছে বিজেপি৷ সম্ভবত লোকসভা নির্বাচনের অঙ্কের কথা মাথায় রেখেই বিজেপি-র ভোট প্রাপ্তি হার বৃদ্ধির জন্য তেলেঙ্গানাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ আশ্বস্ত করেছেন, তেলেঙ্গানার মানুষের উন্নয়নে চেষ্টার ত্রুটি রাখবে না বিজেপি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 03, 2023 7:59 PM IST