হার মানলেও লড়াই জারি থাকবে! বিপর্যয়ের পর কী বার্তা দিলেন রাহুল গান্ধি?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
লোকসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এই বিপর্যয়ের ধাক্কা কংগ্রেস কাটিয়ে উঠতে পারে কি না, তা নিয়েই এখন চর্চা রাজনৈতিক মহলে৷
নয়াদিল্লি : রাজস্থা্ন, মধ্যপ্রদেশ না হোক৷ অন্তত ছত্তিশগড় দখলে রেখে দেবে কংগ্রেস৷ এমন সম্ভাবনার কথাই জানিয়েছিল অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা৷ হেরে গেলেও রাজস্থান, মধ্যুপ্রদেশে কংগ্রেস বিজেপি-কে কড়া টক্কর দেবে, সেই দাবিও করা হয়েছিল৷ আর তা দেখেই আশায় বুক বেঁধেছিলেন কংগ্রেস নেতারা৷
কিন্তু ভোটের ফল বেরোতে দেখা গেল, হিন্দি বলয়ে গেরুয়া ঝড়ের সামনে কংগ্রেস কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি৷ ছত্তিশগড়েও মুখ থুবড়ে পড়েছে শতাব্দী প্রাচীন দলটি৷ কংগ্রেসের মুখরক্ষা হয়েছে শুধুমাত্র তেলেঙ্গানায়৷
मध्य प्रदेश, छत्तीसगढ़ और राजस्थान का जनादेश हम विनम्रतापूर्वक स्वीकार करते हैं – विचारधारा की लड़ाई जारी रहेगी।
तेलंगाना के लोगों को मेरा बहुत धन्यवाद – प्रजालु तेलंगाना बनाने का वादा हम ज़रूर पूरा करेंगे।
सभी कार्यकर्ताओं को उनकी मेहनत और समर्थन के लिए दिल से शुक्रिया।
— Rahul Gandhi (@RahulGandhi) December 3, 2023
advertisement
advertisement
ভোটের ফল একরকম স্পষ্ট হয়ে যাওয়ার পর এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিজেদের পরাজয় স্বীকার করে নিলেন রাহুল গান্ধি৷ কংগ্রেস নেতার অবশ্য দাবি, ভোটের ফল পক্ষে না গেলেও আদর্শের লড়াই জারি থাকবে৷
এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধি লিখেছেন, ‘মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানের জনাদেশকে আমরা বিনম্রভাবে গ্রহণ করছি৷ তবে মতাদর্শের লড়াই জারি থাকবে৷’
advertisement
কংগ্রেস নেতা আরও লিখেছেন, ‘তেলেঙ্গানার মানুষকে আমার অনেক ধন্যবাদ৷ জনসাধারণের তেলেঙ্গানা তৈরির আমাদের প্রতিশ্রুতি আমরা রক্ষা করব৷ প্রত্যেক কর্মীকে তাঁদের পরিশ্রম এবং সমর্থনের জন্য ধন্যবাদ৷’
মাত্র কয়েক মাস আগে কর্ণাটকে বিধানসভা নির্বাচনের ফলে উজ্জীবিত হয়েছিল কংগ্রেস শিবির৷ মনে করা হয়েছিল, সেই আত্মবিশ্বাসে ভর করে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভাল কিছুই করবে দল৷ কিন্তু লোকসভা নির্বাচনের আগে এমন খারাপ ফল কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের কাছেও বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 03, 2023 6:32 PM IST