Narendra Modi: প্রথা বজায় রাখলেন প্রধানমন্ত্রী, দিওয়ালি উদযাপনে হিমাচলের সেনাবাহিনীর সঙ্গে নরেন্দ্র মোদি

Last Updated:

Narendra Modi: প্রতিবারের মতো এবারও সেনাবাহিনীর সঙ্গে দিওয়ালি কাটাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

লেপচায় নরেন্দ্র মোদি
লেপচায় নরেন্দ্র মোদি
কলকাতা: দেশজুড়ে পালিত হচ্ছে আলোর উৎসব দিওয়ালি-দীপাবলি। সেখানে প্রতিবারের মতো এবারও সেনাবাহিনীর সঙ্গে দিওয়ালি কাটাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৪ সাল থেকেই এই প্রথা চালিয়ে এসেছেন তিনি। এবারও সেনা জওয়ানদের সঙ্গে দিওয়ালি উদযাপন করতে হিমাচল প্রদেশের লেপচা সীমান্তে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এক্স হ্যান্ডেলে নিজেই সেই ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। মোদি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনীর সাহসী জওয়ানদের সঙ্গে দিওয়ালি উদযাপন করতে হিমাচল প্রদেশের লেপচায় পৌঁছেছি।’ ছবিতে দেখা গিয়েছে সেনাজওয়ানদের সঙ্গে গভীর আলোচনায় মগ্ন মোদি। প্রধানমন্ত্রীর পরনে সেনার ইউনিফর্ম। মাথায় তাঁর হ্যাট রয়েছে। হাতে গ্লাভস।
আরও পড়ুন: উৎসবের সময় হার্ট অ্যাটাক বাড়ে কেন জানেন? চিকিৎসকের বক্তব্য শুনলে চমকে যাবেন, জেনে রাখুন
প্রসঙ্গত, প্রতি বছরই প্রধানমন্ত্রী মোদি সীমান্তে প্রহরারত সেনাবাহিনীদের সঙ্গে দীপাবলি কাটান। ২০১৪ সালে তিনি সিয়াচেনে গিয়েছিলেন সেনাবাহিনীর সঙ্গে দীপাবলি কাটাতে। ২০১৫ সালে গিয়েছিলেন পঞ্জাবের খাসায়, ২০১৬ সালে হিমাচলের সুমদোয় দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীকে।
advertisement
advertisement
২০১৭ সালে প্রধানমন্ত্রী গিয়েছিলেন উত্তর কাশ্মীরের গুরেজ ভ্যালিতে। ২০১৮ সালে তাঁর গন্তব্য ছিল উত্তরাখণ্ডের হাশিল, ২০১৯ গিয়েছিলেন জম্মু-কাশ্মীরের রাজৌরি সেক্টরে, ২০২০ সালে রাজস্থানের জয়সলমীরে, ২০২১ -এ গিয়েছিলেন জম্মু-কাশ্মীরের নৌসেরায়, ২০২২ সালে মোদি গিয়েছিলেন কার্গিলে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi: প্রথা বজায় রাখলেন প্রধানমন্ত্রী, দিওয়ালি উদযাপনে হিমাচলের সেনাবাহিনীর সঙ্গে নরেন্দ্র মোদি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement