Narendra Modi wishes Dalai Lama: দলাই লামাকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা মোদির, চিনকে বার্তা দিতেই কৌশল?

Last Updated:

ভারত আশ্রয় নেওয়া দলাই লামার (Dalai Lama) সমান্তরাল তিব্বতি সরকারকে অনুমোদন করে না চিন (China)৷ দলাই লামা (Narendra Modi wishe Dalai Lama) এই মুহূর্তে হিমাচল প্রদেশে রয়েছেন৷

#দিল্লি: বৌদ্ধ ধর্মগুরু দলাই লামাকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ চিনকে বার্তা দিতেই নরেন্দ্র মোদির এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে৷ কারণ গত বছর গালওয়ানে দুই দেশের সেনার মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হওয়ায় দলাই লামাকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি প্রধানমন্ত্রী৷ নিজে ট্যুইট করে এ দিন দলাই লামাকে শুভেচ্ছা জানানোর কথা জানিয়েছেন নরেন্দ্র মোদি৷
প্রধানমন্ত্রীর করা ট্যুইটে মন্তব্য করে এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি দাবি করেন, শুধু ফোন করে শুভেচ্ছা নয়, চিনকে প্রকৃত বার্তা দিতে দলাই লামার সঙ্গে দেখা করুন নরেন্দ্র মোদি৷
ট্যুইটারে প্রধানমন্ত্রী লেখেন, 'দলাই লামার সঙ্গে ফোনে কথা হল৷ তাঁর ৮৬ তম জন্মদিনের শুভেচ্ছা জানালাম৷ আমরা তাঁর দীর্ঘ জীবন কামনা করি৷'
advertisement
ভারত আশ্রয় নেওয়া দলাই লামার সমান্তরাল তিব্বতি সরকারকে অনুমোদন করে না চিন৷ দলাই লামা এই মুহূর্তে হিমাচল প্রদেশে রয়েছেন৷ দলাই লামাকে আশ্রয় দেওয়ায় ভারতের উপরেও ক্ষুব্ধ শি জিনপিং সরকার৷ ২০১৯ সালে দলাই লামার জন্মদিনে ব্যক্তিগত শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদি৷ গত বছর অবশ্য দলাই লামাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো থেকে বিরত থাকেন তিনি৷
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi wishes Dalai Lama: দলাই লামাকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা মোদির, চিনকে বার্তা দিতেই কৌশল?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement