‘গোটা বিশ্বে আর্থিক সংকট, তার মধ্যেই ভারত এগোচ্ছে’: ব্রাসেলসে মোদি
Last Updated:
কিছুদিন আগে ব্রাসেলস বিমান বন্দরে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ ৷ গোটা ব্রাসেলস জুড়ে কড়া নিরাপত্তা ৷ এরকমই পরিবেশে ব্রাসেলসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
#ব্রাসেলস: কিছুদিন আগে ব্রাসেলস বিমান বন্দরে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ ৷ গোটা ব্রাসেলস জুড়ে কড়া নিরাপত্তা ৷ এরকমই পরিবেশে ব্রাসেলসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ব্রাসেলসে প্রবাসী ভারতীয়দের সভায় যোগ দিয়ে মোদি জানালেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত দীর্ঘদিন ধরে লড়ছে ৷ কিন্তু ২৬/১১-র পর বিশ্বের অন্যান্য দেশ জাগল৷’ সঙ্গে মাদি জানালেন, ‘ভোটের রাজনীতি আমি করিনা ৷ যারা আমায় ভোট দেন না তাঁদেরও ভালো চাই ৷ ’
ব্রাসেলসে প্রবাসীদের জনসভায় মোদি জানালেন, ‘বাংলাদেশের সঙ্গে সীমান্ত চুক্তি সম্পন্ন হয়েছে ৷ দীর্ঘসময় ধরে এই সীমান্ত চুক্তি আটকে ছিল ৷ অপর প্রতিবেশী রাষ্ট্র এসব মানতে পারছে না ৷’ সঙ্গে বলতে ভুললেন না, ‘অধিকাংশ দেশই আর্থিক সংকট রয়েছে ৷ কিন্তু এই সংকটের মধ্যেও ভারত এগোচ্ছে ৷ আর্থিক উন্নয়নে আশার আলো দেখাচ্ছে ভারত ৷’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 31, 2016 9:25 AM IST