আফতাবের নার্কো টেস্টের তোড়জোড়, শ্রদ্ধা হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের আর্জি খারিজ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডে এবার নার্কোটেস্ট করার তোড়জোড় শুরু করেছে দিল্লি পুলিশ। তবে নার্কোটেস্টের আগে পলিগ্রাফ টেস্ট করা হবে অভিযুক্তের। মঙ্গলবার আফতাবের পলিগ্রাফ টেস্ট করতে চেয়ে দিল্লির সাকেত কোর্টে আবেদন জানিয়েছে পুলিশ।
#নয়াদিল্লি: ঠান্ডা মাথায় খুন, নাকি উত্তেজনার বশে! শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডে এবার অভিযুক্ত আফতাবের নার্কোটেস্ট করার তোড়জোড় শুরু করেছে দিল্লি পুলিশ। তবে সূত্রের খবর, নার্কোটেস্টের আগে পলিগ্রাফ টেস্ট করা হবে অভিযুক্ত আফতাব আমিন পুণেওয়ালার। আফতাবের পলিগ্রাফ টেস্ট চেয়ে মঙ্গলবার দিল্লির সাকেত কোর্টে আবেদন জানিয়েছে পুলিশ। নিজের লিভ ইন পার্টনার শ্রদ্ধা ওয়াকারকে শ্বাসরোধ করে খুন করে ৩৫ টুকরো করার অভিযোগ উঠেছে আফতাব আমিন পুণেওয়ালার উপরে।
আফতাবের নার্কো টেস্ট করতে চেয়ে দিল্লির এক আদালতে গত সোমবারই একটি আবেদন দাখিল করেছিল দিল্লি পুলিশ। অনুমতিও মিলেছিল। কিন্তু সবকিছু ঠিক থাকলেও শেষমেশ এখনই নার্কো অ্যানালিসিসের পথে হাঁটেনি পুলিশ। উপরন্তু, নার্কো টেস্ট নিয়ে যাতে কোনও রকমের বাড়তি প্রশ্ন বা জটিলতা তৈরি না হয়, সেই রাস্তাও আগেভাগেই পরিষ্কার করে রাখতে চায় তারা। আফতাবের মানসিক অবস্থা কেমন, তাঁর কোনও মনোরোগ রয়েছে কি না, আফতাবের বয়ানের সত্যাসত্য কতটা, তা যাচাই করতে তাঁর পলিগ্রাফ টেস্ট করতে চান তদন্তকারীরা।
advertisement
পাশাপাশি, আফতাবের বন্ধুরা তদন্তকারীদের জানিয়েছেন, আফতাব মাঝে মাঝেই নেশা করত। মাদকাসক্ত ছিল। মাদকাসক্ত অবস্থাতেই সে শ্রদ্ধাকে খুন করেছে কি না, তা-ও খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।
advertisement
শ্রদ্ধার খুনের ঘটনায় আফতাবের বিরুদ্ধে যাবতীয় তথ্যপ্রমাণ জোগাড় করতে তৎপর তদন্তকারীরা। ইতিমধ্যেই শ্রদ্ধার শরীরের ১৩টি টুকরো উদ্ধার হয়েছে। সেগুলি ফরেন্সিক পরীক্ষা করানোও হচ্ছে। অন্যদিকে, আদালতে আফতাবের আইনজীবী দাবি করেছেন, ঝগড়াঝাটির মাঝে রাগের মাথায় এমন কাণ্ড ঘটিয়ে ফেলেছিলেন আফতাব। ইচ্ছে করে নাকি কিছুই করেননি। শ্রদ্ধাকে খুন করা তাঁর উদ্দেশ্য ছিল না।যদিও আফতাবের এই দাবি কতটা বিশ্বাসযোগ্য তা পরিষ্কার হবে পলিগ্রাফ টেস্টের পরেই।
advertisement
শ্রদ্ধা খুনের ঘটনার সিবিআই তদন্ত চেয়ে দিল্লি হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন জনৈক আইনজীবী। মঙ্গলবার সেই আবেদনও খারিজ করে দেয় প্রধান বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ। দিল্লি পুলিশ আদালতকে জানিয়েছে, শ্রদ্ধা খুনের তদন্তের ৮০ শতাংশই তাঁরা সম্পূর্ণ করে ফেলেছেন। তাহলে কি শ্রদ্ধা কাণ্ডের চার্জশিট এখন শুধুই সময়ের অপেক্ষা?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 22, 2022 3:15 PM IST