Narayan Rane Arrested: কুড়ি বছরে এই প্রথম, উদ্ধবকে চড় মারার কথা বলে গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রী রানে
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
১৫ অগাস্টের বক্তৃতা দিতে গিয়ে উদ্ধব ঠাকরে স্বাধীনতা লাভের বছর ভুলে যাওয়ার কথা উল্লেখ করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন তিনি (Narayan Rane Arrested)৷
#মুম্বাই: গত জুলাই মাসেই কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণের সময় নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন নারায়ণ রানে৷ ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প মন্ত্রী হিসেবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পান তিনি৷ উদ্ধব ঠাকরেকে চড় মারার কথা বলার পর তাঁর বিরুদ্ধে তিনটি এফআইআর রুজু হয়৷
রানের গ্রেফতারি এড়াতে বম্বে হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন তাঁর আইনজীবীরা৷ আদালতকে রানের আইনজীবীরা বলেন, 'পুলিশ ওনাকে গ্রেফতার করতে চলে এসেছে৷ ওনার দরজায় পুলিশ অপেক্ষা করছে৷' লাইভ ল নামে একটি ওয়েবসাইটের খবর অনুযায়ী, আদালত পাল্টা কেন্দ্রীয় মন্ত্রীর আইনজীবীকে বলে, 'দয়া করে নির্দিষ্ট নিয়ম মেনে আসুন৷ আমাদের দয়া করে রেজিস্ট্রির কাজ করতে বাধ্য করবেন না৷'
advertisement
সোমবার নারায়ন রানে বিজেপি-র হয়ে জন আশীর্বাদ যাত্রা কর্মসূচির আয়োজন করেছিলেন নারায়ন রানে৷ ১৫ অগাস্টের বক্তৃতা দিতে গিয়ে উদ্ধব ঠাকরে স্বাধীনতা লাভের বছর ভুলে যাওয়ার কথা উল্লেখ করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন তিনি৷ উদ্ধব ঠাকরেকে আক্রমণ করে নারায়ণ রানে বলেছিলেন, 'দেশ কবে স্বাধীন হয়েছে সেটাও মুখ্যমন্ত্রী জানেন না, এটা লজ্জার৷ পিছন ফিরে অন্যকে জিজ্ঞেস করে বলতে হচ্ছে স্বাধীনতার কত বছর উদযাপন করা হচ্ছে৷ আমি যদিও ওখানে উপস্থিত থাকতাম তাহলে মুখ্যমন্ত্রীকে কষিয়ে চড় মারতাম৷'
advertisement
advertisement
#WATCH | Maharashtra: Verbal spat erupts between supporters of Union Minister Narayan Rane and police in Ratnagiri Visuals from Sangameshwar Police Station pic.twitter.com/z7N6SBYrri
— ANI (@ANI) August 24, 2021
নারায়ণ রানের এই মন্তব্যের পরই তাঁর বিরুদ্ধে শিবসেনা পুলিশে এফআইআর দায়ের করে৷ এর পরই নারায়ণ রানেকে গ্রেফতারে তৎপর হয় পুলিশ৷ নারায়ণ রানের বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মহারাষ্ট্রের পরিস্থিতি৷ কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ দেখাতে জড়ো হন শিবসেনা সমর্থকরা৷ বিজেপি এবং শিবসেনা সমর্থকদের মধ্যে হাতাহাতিও হয়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 24, 2021 5:42 PM IST