Namibian Cheetah Death: নামিবিয়া থেকে ভারতে আসার ৭ মাসের মধ্যে মারা গেল স্ত্রী চিতা, সাশা

Last Updated:

Namibian Cheetah Death: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছর এই অভয়ারণ্যে যে ৮ টি চিতা মুক্ত করেন, তাদের মধ্যে একটি ছিল সাশা

নয়াদিল্লি : নামিবিয়া থেকে ভারতে আসার ৭ মাসের মধ্যে মারা গেল একটি স্ত্রী চিতা৷ সোমবার মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে মৃত্যু হয়েছে সাশা নামের চিতাটির৷ মধ্যপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে কিডনি বিকল হয়ে মারা গিয়েছে চতুষ্পদটি৷ প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছর এই জাতীয় উদ্যানে যে ৮ টি চিতা মুক্ত করেন, তাদের মধ্যে একটি ছিল সাশা৷ কর্তৃপক্ষ জানিয়েছে গত ২২ জানুয়ারি পর্যবেক্ষক দলের নজরে তাকে অসুস্থ বলে মনে হয়৷ তার পর চিতাটিকে পরীক্ষা করেন তিন জন পশু চিকিৎসক যাঁরা চিতাদের দেখভালের জন্যই নিযুক্ত ছিলেন৷ সাশার রক্ত পরীক্ষায় কিডনির সমস্যা ধরা পড়ে৷
তবে ভারতে আসার আগেই সাশা অসুস্থ ছিল বলে জানা গিয়েছে৷ নামিবিয়াতেও তার রক্ত পরীক্ষা করা হয়েছিল৷ সে সময়ও ক্রিয়েটিনাইনের চড়া মাত্রা ধরা পড়ে রক্তের নমুনায়৷ গত বছর সেপ্টেম্বরে ২৪ ঘণ্টা সময় ধরে নামিবিয়া থেকে ভারতের গ্বালিয়র শহরে পৌঁছয় সাশা-সহ মোট ৮ চিতা৷ তার পর আরও আধঘণ্টা যাত্রা করে পৌঁছয় কুনো অভয়ারণ্যে৷ চিতা বিলুপ্ত হয়ে যাওয়ার ৭০ বছর পর কেন্দ্রীয় সরকারের তরফে এই উদ্যোগে চিতার সংখ্যা বৃদ্ধির চেষ্টা করা হয়৷
advertisement
আরও পড়ুন :  বলদের বদলে টোটো দিয়ে চলছে ঘানি! বের হচ্ছে তেল! ঘানির মালিকের ইঞ্জিনিয়ারিং নজর কেড়েছে সকলের
নামিবিয়া থেকে ভারতে আসার পর ৫ টি স্ত্রী এবং ৩ টি পুরুষ চিতাকে বিশেষ এনক্লোজারে রাখা হয়৷ চলতি মাসের গোড়ায় সাশা ছাড়া বাকিদের বনের গভীরে মুক্ত করা হয়৷ কুনো অভয়ারণ্যের আধিকারিকরা জানিয়েছেন নামিবিয়া থেকে আসা বাকি চিতাগুলি সুস্থই আছে৷ প্রসঙ্গত দ্বিতীয় দফায় দক্ষিণ আফ্রিকা থেকেও ভারতে চিতা আনা হয়েছে৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Namibian Cheetah Death: নামিবিয়া থেকে ভারতে আসার ৭ মাসের মধ্যে মারা গেল স্ত্রী চিতা, সাশা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement