৮ বছরে ৪০৬টির মধ্যে সম্পন্ন ২২৪টি প্রকল্প, শ্লথগতিতে এগোচ্ছে কি নমামি গঙ্গে

Last Updated:

২০১৪ সালের জুনে নমামি গঙ্গে প্রকল্পের সূচনা করা হয়। প্রাথমিকভাবে এই প্রকল্পের মেয়াদ স্থির করা হয় ২০২১-এর ৩১ মার্চ।  ২০১৪-১৫ থেকে ২০২০-২১ পর্যন্ত সময়ের জন্য বাজেট বরাদ্দ করা হয় ১৩,৬২৪.৮৬ কোটি টাকা।

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের নমামি গঙ্গে প্রকল্পের শম্বুক গতি নিয়ে প্রশ্ন উঠেছে। ২০১৪ সালে এই প্রকল্প চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৪০৬টি প্রকল্প রয়েছে নমামি গঙ্গের আওতায়। তবে তার মধ্যে ৮ বছরে সম্পন্ন হয়েছে মাত্র ২২৪টি প্রকল্প। তৃণমূল সাংসদ মালা রায়ের প্রশ্নের জবাবে জানালেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বিশ্বেশ্বর টুডু।
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন জাতীয় গঙ্গা মিশনের জন্য ২০২১-২২ এবং ২০২২-২৩ আর্থিক বছরে এই প্রকল্পের বাজেট বরাদ্দের পরিমাণ ৪ হাজার ৭০০ কোটি টাকা। তবে রাজ্যগুলির জন্য গঙ্গা মিশন বা নমামি গঙ্গে প্রকল্পে আলাদা করে কোনও বরাদ্দ করা হয় না।
advertisement
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সালের জুনে নমামি গঙ্গে প্রকল্পের সূচনা করা হয়। প্রাথমিকভাবে এই প্রকল্পের মেয়াদ স্থির করা হয় ২০২১-এর ৩১ মার্চ।  ২০১৪-১৫ থেকে ২০২০-২১ পর্যন্ত সময়ের জন্য বাজেট বরাদ্দ করা হয় ১৩,৬২৪.৮৬ কোটি টাকা। তার মধ্যে ১০,২১৭.০২ কোটি টাকা বরাদ্দ করা হয় জাতীয় গঙ্গা মিশনের জন্য। কর্মসূচির মেয়াদ বাড়িয়ে ২০২৬-এর ৩১ মার্চ করা হয়েছে।
advertisement
এর আগে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছিলেন,  নমামি গঙ্গে  প্রকল্পে বেশিরভাগ টাকা খরচ হয়েছে বিজ্ঞাপনের প্রচারে। এই প্রকল্পে এখনও পর্যন্ত বিজ্ঞাপন ও প্রচারের খাতেই মোদি সরকার খরচ করেছে ১২৬ কোটি টাকা। রাজ্যসভায় লিখিত প্রশ্নে ডেরেক ও ব্রায়েন জানতে চেয়েছিলেন, নমামি গঙ্গে প্রকল্পে বিজ্ঞাপনের খাতে কেন্দ্রীয় সরকার কত খরচ করেছে?
advertisement
জলশক্তিমন্ত্রক জানিয়েছে, গঙ্গার দূষণ দুরীকরণ একটি লাতাগার প্রক্রিয়া এবং জাতীয় গঙ্গা পরিষ্কার মিশনের মাধ্যমে সেই কাজ চলছে। একইসঙ্গে তৃণমূলের রাজ্যসভার নেতা জানতে চেয়েছিলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় গঙ্গার চরে দেহ পুঁতে দেওয়ার সম্ভাব্য সংখ্যা কত? সে প্রশ্নের জবাবে জলশক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বিশ্বেশ্বর টুডু জানিয়েছেন, বিহার, উত্তরপ্রদেশের কয়েকটি জেলায় গঙ্গার চরে দেহ পুঁতে দেওয়ার খবর পাওয়া গিয়েছিল। যদিও তার কোনও পরিসংখ্যান কেন্দ্রের কাছে নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
বাংলা খবর/ খবর/দেশ/
৮ বছরে ৪০৬টির মধ্যে সম্পন্ন ২২৪টি প্রকল্প, শ্লথগতিতে এগোচ্ছে কি নমামি গঙ্গে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement